সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা আদালতে ব্যতিক্রমী রায়, মাদক মামলার আসামি থাকবেন বাড়িতে | চ্যানেল খুলনা

সাতক্ষীরা আদালতে ব্যতিক্রমী রায়, মাদক মামলার আসামি থাকবেন বাড়িতে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মাদক মামলায় ইমাম হোসেন নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে, কারাগারে নয়, চারটি শর্তে তিনি নিজ বাড়িতে থেকেই ভোগ করবেন সাজা। আর শর্ত পূরণে ব্যর্থ হলে তাকে পুনরায় যেতে হবে কারাগারে।

সোমবার (২১ ডিসেম্বর) সাতক্ষীরার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (২য় আদালত) ইয়াসমিন নাহার তাকে বাড়িতে থেকে সাজা ভোগ করার এই রায় প্রদান করেন। এসময় আসামি ইমাম হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০১৮ সালে ১ কেজি গাঁজাসহ সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইমাম হোসেন পুলিশের হাতে গ্রেফতার হন। এই মামলায় পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট দেয়।

আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। তবে, ৪টি শর্তে তিনি কারাগারে না থেকে বাড়িতে থাকতে পারবেন বলে রায়ে উল্লেখ বলা হয়।

এসব শর্তের মধ্যে রয়েছে প্রতি সপ্তাহে ১০টি করে গাছের চারা রোপণ, এলাকায় মাদকবিরোধী প্রচারাভিযান চালানো, বাবা মায়ের সেবা করা এবং মাদক গ্রহণ না করা। প্রবেশন আইনের মাধ্যমে এই বিষয়টি ৬ মাস পর নিষ্পত্তি করা হবে।

এই মামলায় অংশ নেওয়া আইনজীবী অ্যাড. সাইফুল্লাহ বলেন, আদালত একটি যুগান্তকারী রায়ে সাজাপ্রাপ্ত আসামিকে চারটি শর্তে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছেন।

অপরদিকে সাজাপ্রাপ্ত আসামি ইমাম হোসেন জানান, তিনি এই রায়ে অত্যন্ত খুশী। তিনি আদালতের শর্ত মেনে চলবেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ৮ম বার্ষিক সাধারণ সভা

তালায় আজকের পত্রিকার পাঠক বন্ধু ১ম বর্ষপূর্তি পালিত

বন্দর নগরী বেনাপোলে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

তালায় কলেজ ছাত্রীর গাঁয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা!

তালায় কলেজ ছাত্রীর গাঁয়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা, মুমুর্ষ অবস্থায় হাসাপাতালে ভর্তী!

তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।