সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সরকারি জমিতে ঢাকা বোট ক্লাব | চ্যানেল খুলনা

সরকারি জমিতে ঢাকা বোট ক্লাব

অন্যের লিজ নেওয়া খাস জমিতে জোড় করে নির্মাণ করা হয়েছে ঢাকা বোট ক্লাব। নান্দনিক স্থাপনাটির নির্মাণ কাজ শুরু করার সময় থেকে লিজ গ্রহীতা জমির দখল বুঝে নিতে সরকারি বিভিন্ন দফতরে ছোটাছুটি করেও কোনো প্রতিকার পাননি।
প্রতিকার না পেলেও লিজ গ্রহীতা বাৎসরিক ইজারা মূল পরিশোধ করেছেন সাভার আমিনবাজার ভূমি অফিসে। ঢাকা বোট ক্লাব কর্তৃক দখলকৃত জমির লিজ গ্রহীতা বিরুলিয়া এলাকার আতাউল্লাহ মাদবরের ছেলে সাইদুর রহমান সুজন।

খোঁজ নিয়ে জানা যায়, তুরাগ নদীর তীরে ঢাকা বোট ক্লাবের নির্মাণ কাজ শুরু করা হয় ২০২০ সালের শুরুর দিকে। জমি লিজের কোনো কাগজপত্র ছাড়াই জোর করেই সীমানা প্রাচীর নির্মাণ করে ঢাকা বোট ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু প্রকৃত পক্ষে ওই জমির লিজ গ্রহীতা সাইদুর রহমান সুজন মাতবর। নির্মাণ কাজ শুরু করার আগে লিজ বাতিল করা বা অন্য কোনো কাগজপত্র দেখাতে পারেনি ঢাকা বোট ক্লাব।

সাভারের আমিনবাজার ভূমি অফিস সূত্রে জানা যায়, বড়কাকর মৌজার ৪৮ নং খতিয়ানের আর এস ১৩০, এসএ দাগ নং ৯৭২ এবং আর এস ১২৯৭ নং দাগের ০.৭০ একর জমির লীজ গ্রহীতার নাম সাইদুর রহমান সুজন মাতবর।

এ ব্যাপারে আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) হ্যাপি দাস বলেন, তুরাগ পাড়ের ঢাকা বোট ক্লাবের জমিটি আমাদের না, তবে ওই প্রজেক্টের আশপাশের জমি আমাদের আওতাধীন। বোট ক্লাবকে তুরাগ পাড়ে জমি লিজ দেওয়া হয়েছে কিনা? জানতে চাইলে এই কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাইদুর রহমান সুজন যুগান্তরকে বলেন, জমি লিজ নেওয়ার পর থেকে আমি সরকারি নির্ধারিত ফি প্রদান করে নবায়ন করা হয়েছে। তবে ঢাকা বোট ক্লাব তাদের নির্মাণ কাজ করার সময় আমার লিজ নেওয়া জমিও দখল করে রেখেছে। আমি অনেক চেষ্টা ও তদবির করেও জমি ফেরত নিতে পারিনি।

সূত্র-যুগান্তর

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

জীবনের গুরুত্বপূর্ণ তিন নারীর কথা জানালেন তারেক রহমান

অন্তরঙ্গ মুহূর্তে ব্যাঘাত ঘটায় ৬ মাসের শিশুকে হত্যা

ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ চার জন রিমান্ডে

শহীদ বুদ্ধিজীবীরা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন

বায়ুদূষণে ঢাকা বিশ্বচ্যাম্পিয়ন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।