সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার | চ্যানেল খুলনা

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গায় যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাইয়ের ৩৬ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার চাঞ্চল্যকর ঘটনায় ছিনতাইকারীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পঞ্চবটি এলাকা থেকে আটকে করেছে থানা পুলিশ। পরে ইজিবাইক উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারী সলঙ্গা থানার তারুটিয়া গ্রামের বাবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২২)।

শনিবার সন্ধ্যায় সলঙ্গা থানায় রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার এক প্রেস ব্রিফিং এ জানান,চাঞ্চল্যকর ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্‌ঘাটন ৩৬ ঘণ্টার মধ্যে ঘটনার সাথে জড়িত আসামি ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, ভিকটিম আরিফুল ইসলাম প্রতিদিনের ন্যায় গত ২৩ তারিখ সকাল ৮টার দিকে ভাড়ায় চালানোর জন্য নিজস্ব ইজি বাইক নিয়ে বাড়ি হতে বের হয়। ভিকটিম আরিফুল ইসলাম সলঙ্গা থানার পাঁচলিয়া বাস স্ট্যান্ডে ভাড়ার জন্য অপেক্ষা করাকালে অজ্ঞাতনামা ৩/৪ জন আসামি যাত্রীবেশে তাড়াশ থানার নওগাঁ বাজারে যাওয়ার কথা বলে ভাড়া মিটিয়ে ভিকটিমের ইজিবাইকে চড়ে। অত:পর অজ্ঞাতনামা আসামীরা পাঁচলিয়া বাসস্ট্যান্ডে হতে কাছিকাটা, মান্নানগর ও নওগাঁ বাজার ঘুরে সন্ধ্যার দিকে পাঁচলিয়া নতুন ট্রাক টার্মিনালে নামে। ভাড়া দেওয়ার কথা বলে উক্ত আসামীরা ভিকটিম আরিফুল ইসলাম কে ইজিবাইক থেকে নামায়।

ভিকটিম ইজি বাইক থেকে নিচে নামার সঙ্গে সঙ্গে অজ্ঞাতনামা আসামিদের মধ্যে হতে একজন তার হাতে থাকা ধারালো খুর (অস্ত্র) দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিম গলায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিম পরে গেলে তার পরিহিত প্যান্টে খুলে তার দুই হাত পিছনের দিকে এবং শার্ট দিয়ে দুই পা বেঁধে ফেলে,আসামিদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথা, ঘাড় ও পিঠ সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে ভিকটিম আরিফুল এর মৃত্যু হয়েছে ভেবে আসামীরা তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

গণপিটুনিতে জামাই-শ্বশুর নিহতের ঘটনায় তিন দিনের রিমান্ডে আসামি

আখ চুরি ঠেকাতে পাতা বিদ্যুতের তারের সংস্পর্শে কিশোরের মৃত্যু

পাটগ্রাম সীমান্ত দিয়ে ৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

শ্বশুর-জামাতাকে পিটিয়ে হত্যা: রূপলালের মেয়ের বিয়েতে ১ লাখ টাকা অনুদান প্রশাসনের

সাগর-রুনি হত্যা: ১২০ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।