সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
ভাসানচরের পথে আরও ১০১১ রোহিঙ্গা | চ্যানেল খুলনা

ভাসানচরের পথে আরও ১০১১ রোহিঙ্গা

চতুর্থ দফার দ্বিতীয় দিনে আরও ১ হাজার ১১ রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টায় নৌবাহিনীর তিনটি জাহাজ রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রাম ছেড়ে গেছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্র জানায়, কুয়াশার কারণে আজ একটু দেরি করেই জাহাজ ছেড়েছে।

এর আগে সোমবার বিকেলে ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের এই দলটিকে কক্সবাজার থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। রাতে নগরীর বি এ এফ শাহীন কলেজে তাদের রাখা হয়। গতকাল সোমবার (১৫ ফেব্রুয়ারি) ভাসানচর যান আরও ২ হাজার ১০ জন রোহিঙ্গা। গত ৩০ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৯ হাজার ৭০৯ জন রোহিঙ্গা স্বেচ্ছায় শিবির ছেড়ে নোয়াখালীর দ্বীপটিতে গেছেন।

দফায় দফায় কক্সবাজার থেকে রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হচ্ছে নোয়াখালীর ভাসানচরে। ২০২০ এর ৪ ডিসেম্বর প্রথম দফায় স্থানান্তর করা হয় ১ হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় স্থানান্তর করা হয়েছে ৩ হাজার ২৪২ জনকে। ভাসানচরের আশ্রয়শিবিরে মোট ১ লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের।

২০২০ এর ৪ ডিসেম্বর-২০২১ এর ১৬ ফেব্রুয়ারি
প্রথম দফা: ১,৬৪২ জন
দ্বিতীয় দফা: ১,৮০৪ জন
তৃতীয় দফা: ৩,২৪২জন
চতুর্থ দফা: ৩,০২১ জন
মোট: ৯,৭০৯ জন

ভাসানচরে২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা শুরু হলে পরের কয়েক মাসে অন্তত ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

নির্বাচন কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

৬ মাসে ধর্ষণের ঘটনা গত বছরের প্রায় সমান

নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়, অ্যাজেন্ডায় কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনা

সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।