সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিতর্কে তরুণ শিল্পী সাথী খানের ‘বনমালী’! | চ্যানেল খুলনা

বিধিবাম গানের দু’টি লাইন, এগুলো ব্যবহার করা হয়েছে একই ছন্দে

বিতর্কে তরুণ শিল্পী সাথী খানের ‘বনমালী’!

বিনোদন প্রতিবেদক: ব্যতিক্রমী সুর ও ছন্দে একটি গান গেয়েছেন তরুণ শিল্পী সাথী খান। গানটির শিরোনাম ‘বনমালী’। গত তেশরা জুন এটি সিডি চয়েস এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। জমকালো আয়োজনে নির্মিত গানটি বেশ হইহই করেই চলছিল সেখানে। তিনদিনে গানটি শুনেছেন এবং দেখেছেন লক্ষাধিক মানুষ। বিধিবাম গানের দু’টি লাইন! গানটির প্রথম তিনটি বাক্য হলো- ‘কৃষ্ণ করলে লীলাখেলা আর রাধা করলে ঢং, পুরুষ মানুষের সবই রাইট হয় নারী করলে রং’ ও ‘বনমালী তুমি পরজমনে হইও রাধা’। আর এ নিয়েই চলছে তুমুল বিতর্ক। বাক্য ও ছন্দ নকলের অভিযোগ তুলেছেন সংগীতশিল্পী প্রীতম আহমেদ। তার দাবি, তিন শব্দ পরিবর্তন করে প্রথম দুটি লাইন হুবহু রাখা হয়েছে। এমনকি। এ প্রসঙ্গে তিনি বলেন, “কৃষ্ণ করলে লীলাখেলা আর আমি করলে ঢং, বড়লোকের সবই রাইট হয় গরিব করলে রং’- এটি আমার গান। যেখান থেকে ‘আমি’ বদলে ‘রাধা’ আর ‘গরিব’ বদলে ‘পুরুষ’ লেখা হয়েছে। গানটির সুর ও তালও একই রকম।’’

গানে ব্যবহৃত যে বাক্যগুলো নিয়ে বিতর্ক তোলা হচ্ছে তা প্রচলিত কথা দাবি করে ‘বনমালী’ গানটির শিল্পী সাথী খান বলেন, “প্রীতম ভাই আমার মৌলিক গানটি তার বলে দাবি করছেন। কিন্তু গানের মাত্র দু’টি লাইন ‘বনমালী তুমি পরজনমে হইও রাধা’ শরৎ থেকে নেয়া। আর তিনি যে কৃষ্ণ করলে লীলা খেলা নিয়ে কথা বলছেন এটা প্রচলিত কথা। এটা আমি তার থেকে কেন নিতে যাবো?।”

তাহলে গানটি কি আসলেই নকল করা- জানতে চেয়ে নতুন গান ‘বনমালী’র গীতিকার কাজী শাহিনের সঙ্গে কথা বলে হলে তিনি জানান, এটি তাদের এলকার প্রচলিত একটা কথা। গ্রামের মানুষের মুখে মুখে কথাটি ঘুরে ফেরে। সেখান থেকেই তিনি নিয়েছেন। কিন্তু বিতর্ক তোলার আগে কখনও প্রীতম আহমেদের ‘কৃষ্ণলীলা’ গানটি শোনেননি। বলেছেন অনেকটাই মিল আছে। তবে আমি উনারটা নকল করা হয়নি।

[youtube id=”Enter video id only”]

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

পাকিস্তানের কালো তালিকায় সালমান, কী বলছেন নেটিজেনরা

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ‘অনুশোচনা’ নেই অ্যানিস্টনের

২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের

ফের বিয়ে করেছেন জেমস, হয়েছেন পুত্র সন্তানের বাবা

ফেসবুকে পরিবার দেখিয়ে কখনো টাকা আয় করতে চাইনি: রিপন মিয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।