সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বশেমুরকৃবির শিক্ষা কার্যক্রম শুরু ও হলসমূহ খোলার বিষয়ে সিদ্ধান্ত | চ্যানেল খুলনা

বশেমুরকৃবির শিক্ষা কার্যক্রম শুরু ও হলসমূহ খোলার বিষয়ে সিদ্ধান্ত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) শনিবার (০২ অক্টোবর) সিন্ডিকেটের ১০১তম সভা অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করার বিষয়ে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।

গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ১৩৪তম সভায় অনুমোদিত সিদ্ধান্তসমূহ আজকের সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খোলা, শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতি এবং শিক্ষার্থীদের সশরীরে শিক্ষা কার্যক্রম শুরুর আগ পর্যন্ত অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রাম (পিএইচডি) এর সব শিক্ষার্থী, আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম (বিএস) কৃষি, ফিশারিজ এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের শুধুমাত্র ৪র্থ বর্ষ এবং ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ৪র্থ ও ৫ম বর্ষের শিক্ষার্থীদের জন্য ১৫ অক্টোবর থেকে হলসমূহ খোলা থাকবে। আগামী ১৮ অক্টোবর থেকে তাদের সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলবে আগামী ৫ নভেম্বর। আগামী ৭ নভেম্বর থেকে তাদের সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২য় ও ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য আগামী ১৯ নভেম্বর হল খুলবে এবং ২১ নভেম্বর থেকে তাদের সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে শিক্ষার্থীদের হলে অবস্থানের সুযোগ প্রদান করা হবে। হলে প্রবেশের সময় আইডি কার্ড ও টিকা কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। তবে যাদের আইডি কার্ড নেই তারা সংশ্লিষ্ট হল প্রভোস্টের নিকট হতে তাৎক্ষণিকভাবে সাময়িক আইডি কার্ড গ্রহণ করতে পারবে।

শিক্ষার্থীদের সশরীরে শিক্ষা কার্যক্রম শুরুর আগ পর্যন্ত অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় সম্মানিত সিন্ডিকেট সদস্যগণের মধ্যে গাজীপুর- ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর- ৫ আসনের মাননীয় সংসদ সদস্য বেগম মেহের আফরোজ, টাঙ্গাইল- ৬ আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, শিক্ষা সচিব মোঃ মাহবুব হোসেন (অনলাইনে যুক্ত ছিলেন), বশেমুরকৃবির ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, বিএআরআই এর মহাপরিচালক ড. মোঃ নাজিরুল ইসলাম, ইউজিসি প্রফেসর এবং বশেমুরকৃবির প্রাক্তন ভিসি প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ, বশেমুরকৃবির মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নার্গিস সুলতানা, বশেমুরকৃবির কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এম. ময়নুল হক, বশেমুরকৃবির কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম।

সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার সচিব হিসেবে উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা

কুয়েটের ২২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় সততা ও সাহসিকতা অত্যন্ত জরুরি : উপাচার্য

জুলাই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে : উপাচার্য

খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

খুবিতে ‘শহিদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন গণিত ডিসিপ্লিনের ৪ শিক্ষার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।