সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ফোনে হামলার হুমকি দেওয়ার তিন দিন পর নগর সাইবার দলের সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা | চ্যানেল খুলনা

ফোনে হামলার হুমকি দেওয়ার তিন দিন পর নগর সাইবার দলের সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা

ফোনে হুমকি দেওয়ার তিন দিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের খুলনা মহানগর কমিটির সদ্য ঘোষিত সাধারণ সম্পাদক ইমতিয়াজ কায়সার সোহাদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে তার উপর এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার ইমতিয়াজ কায়সার বলেন, ঘটনার সময় আমি তেলিগাতী বাইপাস সড়কের ওয়েব মিলের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম। এ সময় হঠাৎ আমার ব্যক্তিগত মোবাইল ফোনে একটি কল আসে। সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে কল রিসিভ করে কথা বলতে থাকি। হঠাৎ অজ্ঞাতনামা তিনজন সন্ত্রাসী লোহার রোলার দিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমার বাম হাত এবং পায়ে আঘাতপ্রাপ্ত হই। এছাড়া আমার মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়।

ইমতিয়াজ কায়সার বলেন, তিন দিন আগে গত সোমবার আমার মায়ের ফোনে অজ্ঞাতনামা একটি নাম্বার (01948919634) থেকে আমার উপর হামলার হুমকি দেওয়া হয়। ফোনে হুমকি দেওয়ার বিষয়টি ওই দিনই আমার মা তাহমিনা আলী খানজাহান আলী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ তুহিনুজ্জামান বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই আমাদের সাইবার টিমকে অবহিত করেছি। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হুমকি দাতার পরিচয় সনাক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। তবে ইমতিয়াজ কায়সারের উপর আজ হামলার বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি’।

ইমতিয়াজ কায়সার খানজাহানআলী থানা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক যোগীপোল ইউপি চেয়ারম্যান ও সদ্য নির্বাচিত ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সভাপতি মীর কায়ছেদ আলীর কনিষ্ঠ পুত্র।

এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ইমতিয়াজ কায়সার সোহাদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিবৃতি দিয়েছেন জাতীয়তাবাদী সাইবার দলের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

৬৬ ঘণ্টা পর রূপসা থেকে নিখোঁজ হওয়া মিঠুর লাশ উদ্ধার

খুলনায় এনসিপি জেলা ও মহানগর অফিস ভাঙচুর

খুলনা জেলায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর

রূপসা নদীতে ডুবে যাওয়া মিঠুর সন্ধান মেলেনি এখনো

কৈয়া বাজারে ২০০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।