বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া-মাইটকমড়া এলাকা থেকে জামিলা বেগম (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী ওই নারী ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত জামিলা বেগম উপজেলার লকপুর ইউনিয়নের জাড়িয়া-মাইটকুমড়া গ্রামের কৃষক নাছির বিশ্বাসের স্ত্রী।
পুলিশ ও নিহতের ভাই আবজাল বিশ্বাস জানান, শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পরিবারের লোকজন জামিলা বেগমকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার করেন। ওই নারীর দুটি কন্যা সন্তান রয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলে কিভাবে তার মৃত্যু হয়ে তা জানা যাবে।