বাগেরহাট জেলার ফকিরহাটে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল তিনটায় উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ডহর মৌভোগ এলাকায় কালীগঙ্গা নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কালীগঙ্গা নদীর দু-পাড়ে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে নলধা-মৌভোগ ইউনিয়নের ডহর মৌভোগ এলাকার রথখোলার অদুরে স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচের উদ্বোধন করেন প্রধান অতিথি ফকিরহাট উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম ও সাংগঠনিক সম্পাদক শেখ লিয়াকত হোসেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মাহবুবর রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী, দুর-দুরান্ত থেকে আগত উৎসুক হাজার হাজার দর্শনার্থী ও এলাকাবাসী এ বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ২০টি দল অংশ গ্রহণ করে। বিজয়ী দল সহ মোট তিনটি দলকে পুরস্কৃত করা হয়।