খানজাহান আলী থানাধীন বাদামতলায় অবস্থিত খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ টায় ট্রেনিং সেন্টারের মাল্টিপারপাস হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী।
ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার শফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তৃতা করেন সেন্টারের এডিশনাল ডিআইজি (রিসার্চ অ্যান্ড এনালাইসিস) এস এম মাসুদ, পুলিশ সুপার (প্রশাসন), সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল হোসেন, পুলিশ পরিদর্শক মোঃ আবু সাঈদ, এসআই মোঃ ফেরদৌসুর রহমান, পুলিশ সদস্য নুসরাত জাহান লিনা, অফিস সহকারি দীপ্তি কণা রায়, টিআরসি আলাউদ্দিন ও তানভীর ইসলাম রানা। অনুষ্ঠানের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন আহত জুলাই যোদ্ধা শেখ ওয়াকিল আহমেদ ও মারুফ বিল্লাহ।
এর আগে সকাল সকাল ৯ টায় ট্রেনিং সেন্টারের সামনে ‘শ্রদ্ধা চিরন্তন’ স্মৃতিস্তম্ভে কমান্ড্যান্ট (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরীর নেতৃত্বে ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। পরে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।