সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
তালায় উৎপাদন খরচের তুলনায় মুনাফা না পাওয়ায় গম চাষে অনাগ্রহী কৃষকরা | চ্যানেল খুলনা

তালায় উৎপাদন খরচের তুলনায় মুনাফা না পাওয়ায় গম চাষে অনাগ্রহী কৃষকরা

সাতক্ষীরা তালায় কৃষকরা উৎপাদন খরচের তুলনায় মুনাফা না পাওয়ায় গম চাষে অনাগ্রহী হয়ে পড়েছে। এতে উপজেলায় ব্যাপক হারে কমেছে গম চাষ। কৃষকরা মনে করেন, গম চাষের চেয়ে অন্য ফসল চাষ করে তুলনা মূলক অনেক লাভ হয়। সে জন্য গমের পরিবর্তে অন্য ফসল চাষ করছেন তারা। এতে গম চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন কৃষকরা।
তালা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর উপজেলায় ১৭৫ হেক্টর জমিতে গম চাষ হলেও সেটা এবার নেমে এসেছে ১২০ হেক্টর। যে কারণে গত বছরের তুলনায় এবার গম চাষে লক্ষ্যমাত্রা কমে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তালা সাতক্ষীরার তত্বাবায়নে গোপালগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের বারি গম-৩০ বারি মৌসুম -২০২১-২০২২ উপজেলার দেখা গেছে কৃষি অধিদপ্তরের কিছু প্রদর্শনী প্লাট।
তালা উপজেলার গনেশপুর ব্লেক কৃষাণি রানু বালা দাশ জানান, উপজেলা কৃষি অফিস থেকে তাকে ফ্রী গমের বীজ দিয়েছে। তিনি কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ৩৩ শতাংশ জমিতে গম চাষ করেছেন। বর্তমানে ফসলের অবস্থা খুব ভালো। আবহাওয়া স্বাভাবিক থাকলে ভালো ফলনের আশা করছেন তিনি।
কৃষক মোন্তাজ আলী জানান, তিনি সরকারি সহযোগিতা ১৫ শতাংশ জমিতে গম চাষ করেছেন। জমিতে এসে ফসল দেখলে মনটা জুড়িয়ে যায়। আগামী বছরেও সরকারি সহযোগিতা পেলে তিনি আরও বেশি জমিতে গমের চাষ করবেন। তিনি বলেন, উপজেলায় সাধারণত কাঞ্চন,আকবর,অগ্রণী, প্রতিভা, সৌরভ জাতের গম চাষ করা হয়ে থাকে।
তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন বলেন, সর্বশেষ তথ্য মতে এবছর গম চাষ কমে গেছে। প্রদর্শনী প্লাট করে কিছু কিছু চাষিদের সার ও গমের বীজ বিনামূল্যে প্রদান করা হয়েছে। তাছাড়া এ বছরে গম চাষের উপর কৃষকের প্রশিক্ষণ প্রদান করার পাশাপাশি সরকারি সকল সুযোগ-সুবিধা, কৃষকদের মাঝে প্রদান করা হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় চার দফা দাবিতে অনির্দিষ্টকালের গণছুটি

তালায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

তালায় নাতনীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা গ্রেফতার!

তালায় বন বিভাগের এফজি ইউনুস আলীর বিরুদ্ধে ২ হাজার গাছ বিক্রির অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে তালায় দেড় কিলোমিটার শিম গাছ কেটে দিল প্রতিপক্ষ

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।