
তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক জোয়াদ্দারের শ্বশুর, বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার সরদারের পিতা হাজী মোঃ শহিদুল সরদার (হাসিদ)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিকালে মরহুমের জানাজার নামাজ তালার বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে তিনি রবিবার (২ নভেম্বর) রাত ২টা ১০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন।
সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মরহুমের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার সরদার তাঁর পিতার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
অন্যদিকে, তালা প্রেসক্লাবের সভাপতি এম.এ. হাকিম, সাধারণ সম্পাদক ফারুক জোয়াদ্দারসহ সকল সদস্য, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তালা উপজেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ খলিলুর রহমান লিথু ও সাধারণ সম্পাদক এস.এম. মোতাহিরুল হক শাহিনসহ সকল সাংবাদিক সদস্য মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


