ডুমুরিয়া উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যলয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলেয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই ) সকাল সাড়ে নয়টায় ডুমুরিয়া উপজেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দুটি পর্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর মধ্যে প্রথম পর্বে সসাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে বাংলাদেশের সকল জেলা ও উপজেলা ভার্চুয়ালি সংযুক্ত থেকে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ বরেন। কেন্দ্রীয় অনুষ্ঠান সকাল ১০ টায় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হয় এবং পর্যায়ক্রমে জাতীয় সঙ্গীত পরিবেশনা, জুলাই শহীদদের উদ্দেশ্যে ১ মিনিট নিরবতা পালন,সমাজকল্যাণ সচিব এর স্বাগত বক্তব্য, প্রামন্যচিত্র প্রদর্শনী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এর বক্তব্য, সর্বশেষ সমাজল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ মহোদয় বক্তব্য প্রদান করেন এবং তিনি শপদ পাঠ করান। দ্বিতীয় পর্বে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুব্রত বিশ্বাস,উপজেলা সমাজসেবা অফিসার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন। প্রধান অতিথি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, জুলাই এর চেতনাকে ধারণ করে নারীর অধিকারকে সমুন্নত রাখার
আহবান জানান।
তিনি আরো বলেন, নারীদের ক্ষমতায়নে সরকার অনেক উদ্যোগ গ্রহন করেছে।তিনি জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।সম্প্রতি
মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিশুদেরও আত্মার মাগফেরাত কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী, খুলনা জেলা বিএন পি সদস্য সরোয়ার হোসেন,উপজেলা বি এন পির সাবেক যুগ্ন আহবায়ক শেখ ফহরাদ হোসেন,এস এম আলমগীর কবীর, সাংগঠনিক সেক্রেটারী,যুব বিভাগ,বাংলাদেশ জামায়াতে ইসলামী,ডুমুরিয়া উপজেলা।
এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন জুলাই কন্যা শাহনাজ খাতুন ও ফারিয়া আক্তার দুলালী,আলোচনা সভায় বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা আবুল কাশেম,শরিফুল ইসলাম,শেখ মাকসুদুল ইসলাম, তৌকির আহমেদ সাগর প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি সমাজসেবা মেলা স্টল উদ্বোধন করেন।সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।