সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় অপরাজিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক দলের সাথে মতবিনিময় | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় অপরাজিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক দলের সাথে মতবিনিময়

অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প,রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতদের মত বিনিময় সভা বুধবার সকাল‌১১টার সময় ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ডুমুরিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সুলতান আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা শেখ মাহাবুবুর রহমান, ডুমুরিয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর সবুর সরদার, যুব মহিলা লীগের শিমু আক্তার, ডুমুরিয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি শেখ সেলিম আক্তার স্বপন, ‌ রুপান্তর জেন্ডার এ্যড,টেনিং অফিসার মোরশেদা ‌খাতুন দিলারা সি পি বির ডুমুরিয়া উপজেলা সভাপতি এ্যচিত্র রন্জন গোলদার, জাতীয়তা বাদী মহিলা দলের সভাপতি আর্জিনা বেগম, পার্বতি ফোজদার, আফরোজা খানম মিতা, নলিতা সরদার, শুষমিতা গাইন, নিয়তি মন্ডল, শিল্পী গাইন, ইউপি সদস্যা নার্গিস পারভীন, শিক্ষা বসাক, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিলা রাণী, প্রমুখ।
সার্বিক সঞ্চালনা অপরাজিত ডুমুরিয়া উপজেলা শাখার কর্মকর্তা দিপংকর মন্ডল, এছাড়াও সংস্থাটির বিভিন্ন ইউনিয়নের কর্মরত
বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, মহিলা ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নে ও নারীদের আত্মসামাজিক উন্নয়নে যে ভাবে রুপান্তর ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে তা সত্যি প্রশংসনীয়।
এ প্রকল্পের মাধ্যমে নারীরা সরকারী বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছে।
উন্মুক্ত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করার সুযোগ পাচ্ছে। রাজনৈতিক দল গুলোতে নারীদের অবস্থান তৈরী হচ্ছে যা নারীদের অধিকার আদায়ে ভূমিকা রাখবে।সাংবিধানিক অধিকার হিসেবে নারী- পুরুষের সমানাধিকার তথা ন্যায্য সুযোগ- সুবিধা
লাভের দিকনির্দেশনার আলোকে এ যাবত বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিমালা, কৌশল ও পরিকল্পনা প্রণীত হয়েছে।
এরই ধারাবাহিকতায় বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যার মধ্যে ১৯৯১র সংসদ নির্বাচনের পরে নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রথমবারের মতো দলীয় রাজনীতিতে সকল কমিটি গঠনের ক্ষেত্রে শতকরা ৩০ ভাগ নারীর জন্য সংরক্ষিত রাখার ব্যবস্থা নেয়া হয়। এর মধ্য দিয়ে জাতীয় ও স্থানীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের একটি বড় সুযোগ তৈরী হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, মুলধারার রাজনৈতিক দলগুলিতে জেলা উপজেলা-ইউনিয়ন পর্যায়ে সভাপতি বা সম্পাদক পদে নারীদের নির্বাচিত হতে দেখা যায়না। বিষয়ে নারীদের কি করণীয় তা আলোচনা করাটা খুবই জরুরী। বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে যে নারীরা রয়েছেন তাদের চ্যালেঞ্জ শুনা এবং সে অনুযায়ী এগুনোটা এখন সময়ের দাবি।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় ২২ বোতল উইন কোরেক্স ও ১০৫টি ইয়াবাসহ গ্রেপ্তার ২

খুলনায় ফুল হাতে নতুন কারাগারে ১০০ সাজাপ্রাপ্ত বন্দী

খুলনায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট

ডুমুরিয়ায় নারী ও স্বাস্থ্যকর্মীদের সমাবেশ

তেরখাদায় বিকাশ কর্মকর্তাকে কুপিয়ে নগদ টাকা লুট

খুলনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, তদন্ত কমিটি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।