বরিশালের বাকেরগঞ্জে সোহেল খান (৩৫) নামে এক যুবককে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মা নিলুফা বেগম রোববার রাতে বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা করার পরপরই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলার কবাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি শাহীন হাওলাদার, তার ভাই শামীম হাওলাদার ও সওকত খান।
রোববার সকালে চর কবাই এলাকা থেকে পেশায় কৃষক সোহেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে ডাকাত আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাতভর পিটিয়ে হত্যার অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা। তারা জানায়, শনিবার রাতে মসজিদের মাইকে ঘোষণা করে তাকে ডাকাত বলে প্রচার করা হয়। পরে তাকে পিটিয়ে মৃত্যু নিশ্চিত হওয়ার পর পুলিশে খবর দেওয়া হয়।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সোহেলের মা নিলুফা বেগম বাদী হয়ে রোববার রাতে হত্যা মামলা করেন। এতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে আসামি করা হয়েছে। এজাহার নথিভুক্ত করার পরপরই ১ নম্বর আসামি শাহীন হাওলাদারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।