বাগেরহাটে চিতলমারীতে পঞ্চপল্লী কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দিরে এ বছর দেড় শতাধিক প্রতিমা দিয়ে চলছে আসন্ন সারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৃহৎ এ আয়োজনের প্রস্তুতিপর্ব পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা বিএনপি ও জামায়েত ইসলামী নেতৃবৃন্দ। এসময় তারা সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক আয়োজনে উৎসবমুখর পরিবেশে ও নির্ভয়ে পূজা করার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মনিরুজ্জামান,হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যান ফ্রন্টে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব কাশীনাথ বৈরাগীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় অতিথির্ ফিতা কেটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পর্বে শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মন্দির কমিটির সভাপতি অধ্যাপক গৌতম কুমার মণ্ডলের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাশীনাথ বৈরাগীর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথরা বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মোঃ জাহিদুর রহমান নান্না, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বিএনপির নেতৃবৃন্দ পূজা কমিটিকে আর্থিক অনুদান প্রদান।