
আনন্দঘন পরিশেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চিতলমারী সরকারি মহিল ডিগ্রি কলেজ এর দুই দিন ব্যাপী ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠানের সমাপনী দিনে কলেজ অধ্যক্ষ প্রফেসর মুহম্মদ নাসির উদ্দীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, সরকারি মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বাবুল মিয়া, চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বুলু।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন ইভেন্ট বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ২ দিন ব্যপি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।


