কুমিল্লার হোমনায় চার দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুলছাত্র ইব্রাহিমের (৬)। সে ১৫ জুলাই দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার কথা থাকলেও চার দিন পরও বাড়ি ফেরেনি।
সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর কোথাও তাকে খুঁজে না পেয়ে বাবা মো. হানিফ মিয়া হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ ইব্রাহিম উপজেলার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র এবং জয়পুর গ্রামের ব্যাপারী বাড়ির মো. হানিফ ব্যাপারীর ছেলে।
যদি কোনো ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে ০১৭০০৮০০৩১৯ এবং ০১৮২৪৩০০৮০৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।