নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে সোহেল মিয়া (৩৫) নামে একজন ইউপি সদস্য নিহত হয়েছেন। চাঁদা চাইতে গিয়ে আগ্নেয়াস্ত্র বের করলে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় পালিয়ে রক্ষা পেয়েছেন আরও কয়েকজন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সোহেল ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। সোহেল ও তার সহযোগীদের বিরুদ্ধে আড়াইহাজার থানাসহ বিভিন্ন থানায় মাদক, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। বেশ কয়েকবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করে ফের মাদক চোরাকারবারে জড়ায় সোহেল। এ নিয়ে এলাকার লোকজন ক্ষুব্ধ ছিল।