জাতিসংঘের মানবাধিকার দফতর জানিয়েছে, ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্র এবং অন্যান্য সংস্থা পরিচালিত মানবিক সহায়তা বহরের আশপাশে অন্তত ৬১৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) জাতিসংঘের মানবাধিকার দফতরের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় সাংবাদিকদের বলেন, আমরা ৬১৩টি হত্যার ঘটনা নথিভুক্ত করেছি। এটি ২৭ জুন পর্যন্ত হিসাব। এরপর আরও কিছু ঘটনা ঘটেছে।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জাতিসংঘ-নেতৃত্বাধীন ব্যবস্থাকে এড়িয়ে জিএইচএফ যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা ও লজিস্টিক কোম্পানির সহায়তায় গাজায় ত্রাণ সরবরাহ করছে।
ইসরায়েলের দাবি, জাতিসংঘ-নেতৃত্বাধীন ব্যবস্থায় হামাস জঙ্গিরা ত্রাণ ছিনিয়ে নিচ্ছে। তবে জাতিসংঘ এই জিএইচএফ পদ্ধতিকে বিপজ্জনক এবং মানবিক নিরপেক্ষতার নীতিমালার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।
রাভিনা শামদাসানি আরও বলেন, জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্র এবং মানবিক সহায়তা বহরের আশপাশে হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব মানবিক সংস্থার মধ্যে জাতিসংঘও রয়েছে।
জিএইচএফ মে মাসের শেষ দিকে গাজায় খাদ্য প্যাকেট বিতরণ শুরু করে। সংস্থাটি একাধিকবার দাবি করেছে যে তাদের বিতরণ কেন্দ্রে কোনও হামলার ঘটনা ঘটেনি।
তবে জাতিসংঘের মানবাধিকার দফতর (ওএইচসিএইচআর) জানিয়েছে, ৬১৩ জন নিহতের মধ্যে ৫০৯ জন নিহত হয়েছেন জিএইচএফ বিতরণকেন্দ্রগুলোর আশেপাশে।
ওএইচসিএইচআর বলেছে, তাদের এই হিসাব বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। যেমন: হাসপাতাল, কবরস্থান, পরিবার, ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ, এনজিও এবং স্থলভিত্তিক অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে এ হিসাব করেছে তারা।
সংস্থাটি আরও জানিয়েছে, তারা নতুন নতুন প্রতিবেদন যাচাই করছে এবং এখনও নির্দিষ্টভাবে জানাতে পারছে না যে ঠিক কোথায় কতজন নিহত হয়েছেন।