সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলে মজুরি কমিশনসহ ৯ দফা দাবির আন্দোলন নিয়ে টানাপোড়েন | চ্যানেল খুলনা

খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলে মজুরি কমিশনসহ ৯ দফা দাবির আন্দোলন নিয়ে টানাপোড়েন

নিজস্ব প্রতিবেদকঃ খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলে মজুরি কমিশনসহ ৯ দফা দাবির আন্দোলন মেটাতে বিজেএমসি’র প্রস্তাবে কৌশলী অবস্থান নিয়েছে পাটকল শ্রমিকরা। বিজেএমসি আগামী ২৮ মার্চের মধ্যে রাষ্টায়ত্ত পাটকলে মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দিলে শ্রমিকরা ওই দিন পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন। তবে দাবি না মানলে ২৯ মার্চ থেকে পাটকলে ধর্মঘট-অবরোধের নতুন কর্মসূচি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে খুলনার ক্রিসেন্ট জুট মিলের বকুলতলা ও খালিশপুর জুট মিলের সামনে শ্রমিক সমাবেশে ৭২ ঘন্টা ধর্মঘট, রেলপথ-রাজপথ অবরোধসহ ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক লীগ, সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ।
পাটকল শ্রমিকরা জানায়, বিগত চার বছর ধরে দাবি পূরণের কথা বললেও তা বাস্তবায়িত হয়নি। এছাড়া বকেয়া মজুরি, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
জানা যায়, খুলনা অঞ্চলের পাটকলগুলোতে শ্রমিকদের ৬ সপ্তাহের মজুরি ও কর্মচারীদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। আর্থিক সঙ্কটে কাঁচা পাট কিনতে না পারায় পাটকলগুলোতে উৎপাদনে ধস নেমেছে। এসব কারণে বাধ্য হয়ে আন্দোলনে নামে শ্রমিকরা।
তবে সোমবার রাতে বিজেএমসি, বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ও সিবিএ-নন সিবিএ পরিষদের বৈঠকে মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দিলে ১৯ মার্চ থেকে পূর্ব ঘোষিত ৪৮ ঘন্টার ধর্মঘট স্থগিত করে শ্রমিকরা। পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার উদ্দিন বলেন, বিজেএমসি দাবি পূরণের আশ্বাস দেওয়ায় আপাতত ধর্মঘট স্থগিত করা হয়েছে। একই সাথে ৭ এপ্রিল দ্বিপক্ষীয় বৈঠকে বাকি দাবিগুলো নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে দাবি পূরণে আলোচনার প্রস্তাব ও স্বল্প সময়ের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়নের কথায় শ্রমিকদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে বলে জানান পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন। তিনি বলেন, দাবি পূরণ নিয়ে শ্রমিকদের শঙ্কা কাটেনি। তাদের মধ্যে দীর্ঘ দিনের ক্ষোভ রয়েছে। প্রয়োজনে দাবি আদায়ে শ্রমিকরা আবারও রাজপথে নামবে।
ক্রিসেন্ট জুট মিলের সিবিএ সম্পাদক সোহরাব হোসেন বলেন, ২৮ মার্চের মধ্যে দাবি পূরণ না হলে ২৯ মার্চ খুলনাসহ জোনভিত্তিক জনসভা, ১ এপ্রিল রাজপথে মিছিল, ২, ৩, ৪ এপ্রিল পাটকলে টানা ৩ দিনের ধর্মঘট ও রাজপথ-রেলপথ অবরোধের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শ্রমিকরা জানায়, বহির্বিশ্বে প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের পাটশিল্পকে টিকিয়ে রাখতে পাটকলে সময়মতো কাঁচা পাট ক্রয়, পুরানো মেশিনারিজে বিএমআরই, পাটপণ্যের বহুমুখি উৎপাদন ও শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করতে হবে।
এদিকে খুলনা-যশোর অঞ্চলের পাটকল শ্রমিক নেতারা ঢাকায় বিজেএমসির বৈঠক শেষে খুলনায় শ্রমিক সমাবেশে তাদের আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত জানিয়েছেন। গতকাল বিকেলে ক্রিসেন্ট জুট মিলের বকুলতলা ও খালিশপুর জুট মিলের সামনে ঢাকা ফেরত পাটকল শ্রমিক লীগের নেতারা এ শ্রমিক সমাবেশের আয়োজন করে বিস্তারিত শ্রমিকদের অবহিত করেন। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা মো. মুরাদ হোসেন। এ সময় শ্রমিক সমাবেশ বক্তৃতা করেন ক্রিসেন্ট জুট মিলের সিবিএর সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাওঃ হেমায়েত উদ্দিন আজাদী, দ্বীন ইসলাম, পান্নু মিয়া, আবু জাফর আলী, মোঃ ইউনুস হাওলাদার, মোঃ জাহাঙ্গীর হোসেন, ওমর ফারুক, আবু হানিফ, মিজানুর রহমান, মোল্যা আঃ রশিদ। খালিশপুর জুট মিলের শ্রমিক সমাবেশে বক্তৃতা করেন সিবিএর সাধারণ সম্পাদক শেখ মোঃ ইব্রাহিম, শওকত মোড়ল, আঃ মজিদ বকুল, আশরাফ আলী, আঃ রহিম হাওলাদার, কামাল হোসেন সেন্টু, গাজী মোশারেফ হোসেন, জাহিদুর রহমান, মনিরুজ্জামান, পিলটন মোল্যা, সাহিদুল ইসলাম।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শেরপুরে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

পতাকা বৈঠক শেষে তিন বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

মার্কিন নারীর শ্লীলতাহানির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

চিকিৎসককে মারধরের অভিযোগ: স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের সমন্বয়ক রনির বিরুদ্ধে মামলা

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন ৫ দিনের রিমান্ডে

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।