সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবির প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করলেন উপ-উপাচার্য | চ্যানেল খুলনা

খুবির প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করলেন উপ-উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে মেধা তালিকা থেকে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। বুধবার (১৪ মে) দুপুরে মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনে ‘সি’ ইউনিটের ভর্তি কার্যক্রম চলাকালে তিনি ভর্তি হতে আসা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকের সাথে কথা বলেন। এ সময় তিনি ভর্তি কার্যক্রমে দায়িত্বরত শিক্ষক ও কর্মকর্তাদের কাছ থেকে সার্বিক খোঁজ-খবর নেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্ররাজনীতি ও সেশনজট না থাকায় শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকে খুলনা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে শিক্ষা এবং গবেষণায় মনোনিবেশ করতে পারে। ছাত্ররাজনীতি না থাকলেও এখানে নানা সহশিক্ষামূলক সংগঠন রয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্বগুণে সমৃদ্ধ হয় ও প্রতিভা বিকাশের সুযোগ পায়।

এ সময় কয়েকজন শিক্ষার্থী বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সবসময় চমৎকার। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিচ্ছন্ন ও নান্দনিক, যা দেখে আমরা বিমোহিত। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস সত্যিই প্রশংসনীয়। এখানে ভর্তি হতে পারা আমাদের স্বপ্নের প্রাথমিক বাস্তবায়ন।
অভিভাবকরা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ শিক্ষার্থীদের জন্য নিরাপদ। প্রত্যেক অভিভাবকই এমন সুষ্ঠু পরিবেশে তাদের সন্তানদের পড়াশোনা করাতে চায়। দীর্ঘদিনের পথচলায় বিশ্ববিদ্যালয়টি যেভাবে তাদের স্বকীয়তা ধরে রেখেছে, তা সব মহলেই প্রশংসিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ও ‘সি’ ইউনিটের ইউনিট প্রধান প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান এবং অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা

কুয়েটের ২২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় সততা ও সাহসিকতা অত্যন্ত জরুরি : উপাচার্য

জুলাই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে : উপাচার্য

খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

খুবিতে ‘শহিদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন গণিত ডিসিপ্লিনের ৪ শিক্ষার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।