সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
কয়রায় ঘূর্ণিঝড় ইয়াসে বেঁড়িবাঁধ মেরামতে ছাত্রলীগের অবদান প্রশংনীয় | চ্যানেল খুলনা

কয়রায় ঘূর্ণিঝড় ইয়াসে বেঁড়িবাঁধ মেরামতে ছাত্রলীগের অবদান প্রশংনীয়

গত কয়েকদিনের ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী অস্বাভাবিক জলোচ্ছাসে কয়রায় ৪ টি ইউনিয়নের ৪০ টি গ্রাম প্লাবিত হয়। পানি বন্দি হয়েছে হাজার হাজার মানুষ। তখনই বন্যার্তদের পাশে দাড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কয়রা উপজেলা শাখা। বিভিন্ন সময় ইউনিয়ন রক্ষা বেঁড়িবাঁধকে রক্ষার জন্য নেতাকর্মীরা কাজ করেছেন অক্লান্ত পরিশ্রম। বুধবার দুপুরে ও রাতে উপজেলার শাকবাড়ীয়া ও কপোতাক্ষ নদের বাঁধ ভেঙ্গে প্লাবিত হয় ৪ টি ইউনিয়নের ৪০ টি গ্রাম। কেন্দ্রীয় ছাত্রলীগ ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবুর নির্দেশনায় বুধবার থেকে কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের নেতৃত্বে স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও সাধারণ মানুষের সাথে স্বেচ্ছাশ্রমে ওই বাঁধ মেরামতের কাজে নেমেছেন একঝাক ছাত্রলীগ কর্মীরা। বুধবার থেকে শুরু করে প্রতিদিন প্রত্যেক ইউনিয়নে ছাত্রলীগ কর্মীদের বাঁধ বাঁধার কাজে নিজে পৌছে দিয়ে সেচ্ছায় কাজে লাগিয়ে দিয়েছেন। এমনকি তিনিও নিজে মাটির কাজ করেছেন। শুক্রবার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী পবনা বাউলিয়া ঘাটা বাঁধে মাইকিং করে লোকজন নিয়ে বাঁধ বাধার কাজ করতে দেখা যায়। শুধু তাই নয় স্বেচ্ছাশ্রমে কাজ করতে আসা সাধারন মানুষের মাঝে পানি খাওয়াতে দেখা যায় ছাত্রলীগ নেতাকর্মীদের। সফলও হয়েছেন। প্রাথমিক ভাবে ২টি ইউনিয়নের বাঁধ মেরামত হয়েছে। গ্রাম রক্ষা বাঁধের পানি প্রবেশ আটকানোর জন্যও ছাত্রলীগ কর্মীদের অবদান ছিল প্রশংনীয়। এর আগে ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল উপজেলার ছাত্রলীগ নেতা কর্মীদের নিয়ে ঘূর্ণিঝড় ইয়াস এর আগাম প্রস্তুতি নিয়েছিলেন। সাইক্লোলন শেণ্টার পরিস্কার, গ্রামের অসচেতন মানুষকে ঘূর্ণিঝড় ইয়াসকে সম্পার্কে আগে ও পরে সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ, বৃদ্ধ ও শিশুদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা, আশ্রয় কেন্দ্রে শুকনা খাবারের ব্যবস্থা করেছেন। এছাড়াও বন্যার্তদের জন্য খাবার বিতরণ, বাঁধ সংস্কার কাজ ও উদ্ধার কাজ করেছেন তারা। এ সময় ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় মানবতার কল্যানে কাজ করে আসছে এবং ভবিষ্যতে করবে।।বর্তমান ছাত্রলীগের কান্ডারী আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্রাচার্যের দক্ষ নেতৃত্বে দেশ ও জনগনের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্বাবধায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। দেশ ও জনগনের নিকট আস্তা ভরসা ও ভালবাসার প্রতিক হিসেবে ফুটে উঠছে বাংলাদেশ ছাত্রলীগ। তিনি আরও বলেন, জাতির যে কোন দূর্যোগে সব সময় অগ্রণী ভুমিকা পালন করছে এই করোনা ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভেঙ্গে যাওয়া বাঁধ মেরামতের কাজেও ছাত্রলীগ নিজেদের সর্বোচ্চ পরিশ্রম ও সহযোগিতা নিয়ে অসহায়দের পাশে থাকবে ইনশাআল্লাহ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

ডুমুরিয়ায় ধুন্দল চাষে ভালো ফলনে কৃষকের মুখে হাসি।

জুলাই গণ-অভ্যুত্থান ছিল চাঁদাবাজ ও লগি-বইঠার বিরুদ্ধে একটি আন্দোলন: নাহিদ

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সময়ের খবর-এর মফস্বল সম্পাদকের সুস্থতা কামনা করেছেন এমইউজে ও বিএফইউজে

আইন-শৃঙ্খলা অবনতির দায় আইন-শৃঙ্খলা রক্ষাকারীরা মোটেই এড়াতে পারেন না

খুলনায় কিশোর ইয়াছিন হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।