সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : উপাচার্য | চ্যানেল খুলনা

খুবিতে বাঁধনের আয়োজনে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত

ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের (স্বেচ্ছায় রক্তদাতাদের) সংগঠন বাঁধন এর আয়োজনে ও ছাত্র বিষয়ক পরিচালকের (ডিএসএ) দপ্তরের সহযোগিতায় মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নেতৃত্বে ক্যাম্পাসে মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় উপাচার্য বলেন, মাদক বর্তমান সময়ে সবচেয়ে বড় ব্যাধি। মাদক হচ্ছে সমাজের অন্তরায়। মাদক থেকে যুব সমাজ রেহাই পাচ্ছে না। সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, ক্যাম্পাস মাদকমুক্ত রাখতে হলে সবার আগে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের শপথ পড়ানো হয়। আজ মাদকের বিরুদ্ধে ছাত্র বিষয়ক পরিচালক দপ্তর ও রক্তদাতাদের সংগঠন বাঁধন আয়োজিত এই শোভাযাত্রা নিঃসন্দেহে প্রশংসনীয়। এক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ জরুরি। তিনি ক্যাম্পাসকে মাদকমুক্ত তিনি সব ছাত্র সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, বিভাগীয় পরিচালকসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা

কুয়েটের ২২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় সততা ও সাহসিকতা অত্যন্ত জরুরি : উপাচার্য

জুলাই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে : উপাচার্য

খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

খুবিতে ‘শহিদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন গণিত ডিসিপ্লিনের ৪ শিক্ষার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।