সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
কুয়েটে “ইআইসিটি ২০২১” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন | চ্যানেল খুলনা

কুয়েটে “ইআইসিটি ২০২১” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১৭ ডিসেম্বর শুক্রবার তিন দিনব্যাপী ৫ম “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (ইআইসিটি ২০২১)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। কুয়েটের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সকালে কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি এবং কী-নোট স্পিকার ছিলেন (অনলাইনে যুক্ত থেকে) ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইইইই) এর প্রেসিডেন্ট-ইলেক্ট এবং ইউনাইটেড স্টেটস এর ভার্জিনিয়া টেক রিসার্চ সেন্টারের জোসেপ লরিং প্রফেসর ড. সাইফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (চুয়েট) এর ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন এবং আইইইই বাংলাদেশের চেয়ার প্রফেসর ড. মশিউল হক, আইইইই ওমেন ইন ইঞ্জিনিয়ারিং চেয়ার-ইলেক্ট এবং বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) এর ইইই বিভাগের প্রফেসর ড. শেলিয়া শাহ্নাজ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কনফারেন্সের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটি (টিপিসি) চেয়ার ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ শাহজাহান, কনফারেন্সের অর্গানাইজিং চেয়ার এবং কুয়েটের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) অনুষদের ডীন প্রফেসর ড. কে.এম.আজহারুল হাসান এবং কনফারেন্সের অর্গানাইজিং সেক্রেটারী ও কুয়েটের ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. নরোত্তম কুমার রায়।
উল্লেখ্য, ১৭ থেকে ১৯ ডিসেম্বর তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১৫ টি দেশ থেকে ২৩৮ টি গবেষণা পেপার থেকে বাছাইকৃত ৯৯ টি টেকনিক্যাল পেপার মোট ২৩ টি টেকনিক্যাল সেশনে উপস্থাপন করা হবে। এছাড়া, কনফারেন্সে ৬ টি কী-নোট সেশন উপস্থাপন করা হবে। সম্মেলনে দেশ-বিদেশী গবেষক, শিক্ষক, দেশের স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণসহ অন্যান্যরা অংশগ্রহন করছেন। “ইআইসিটি ২০২১” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সটি কুয়েট ইইই ফ্যাকাল্টির আয়োজনে প্রতি ২ বছর পর পর আয়োজন করা হয়।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

জুলাই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে : উপাচার্য

খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

খুবিতে ‘শহিদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন গণিত ডিসিপ্লিনের ৪ শিক্ষার্থী

খুবির ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ২২ শিক্ষার্থী পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নানের বিদায় সংবর্ধনা

খুবিতে শহিদ মীর মুগ্ধ’র স্মরণে বৃক্ষরোপণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।