
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রধান প্রকৌশলী এ. বি. এম. মামুনুর রশিদ, পিইঞ্জ-এর চাকুরী হতে অবসর গমন উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী প্রধান প্রকৌশলী এ. বি. এম. মামুনুর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মদ সুলতান মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। বিদায়ী প্রধান প্রকৌশলী এ. বি. এম. মামুনুর রশিদ তাঁর অনুভূতি ব্যক্ত করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান প্রকৌশলীর বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতি চারণ করেন এবং তার সুস্থ ও দীর্ঘায়ু জীবন কামনা করেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী ও বিশেষ অতিথিগণ।


