খুলনার কয়রা উপজেলায় ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তিনি কয়রা উপজেলা জামায়াতে ইসলামী আমীর মিজানুর রহমানের শ্যালক।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৬নং কয়রা লঞ্চঘাট এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ফ্রিজ থেকে আনুমানিক ৪৪ কেজি হরিণের মাংস জব্দ করে নৌবাহিনীর কয়রা কন্টিনজেন্ট সদস্যরা।
গ্রেফতার সেলিম হাওলাদার মৃত এইচ.এম. শওকত হোসেনের ছেলে। উদ্ধার করা হরিণের মাংস ও অভিযুক্ত সেলিম হাওলাদারকে পরবর্তীতে কয়রা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বনজ প্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। শুক্রবার সকাল পর্যন্ত গ্রেফতার সেলিম হাওলাদার থানায় হেফাজতে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধভাবে হরিণ শিকার ও মাংস বিক্রির সঙ্গে একটি চক্র জড়িত। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।