সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
ঐতিহ্যবাহী সোনালী জুট মিলস জামে মসজিদ সংষ্কার শেষে উদ্বোধন | চ্যানেল খুলনা

ঐতিহ্যবাহী সোনালী জুট মিলস জামে মসজিদ সংষ্কার শেষে উদ্বোধন

Oplus_131072

নগরীর খানজাহান আলী থানাধীন ঐতিহ্যবাহী সোনালী জুট মিলের পুরাতন জামে মসজিদের সংষ্কার কাজ শেষে আধুনিক মসজিদ ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে শুক্রবার (৩ অক্টোবর) জুম্মাবাদ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে সংস্কার পরবর্তী মসজিদের কার্যক্রম শুরু হয়।

জানা যায়, মিলটির তৎকালীন মালিক মরহুম জহুরুল হক ১৯৬৬ সালে ঐতিহ্যবাহী সোনালী জুট মিলস জামে মসজিদটি নির্মাণ করেন। দীর্ঘদিন সংস্কারের অভাবে মসজিদটি ক্রমেই ইবাদতের অনুপযোগী হয়ে পড়ে। মিলের আবাসিক কলোনিতে এক সময়ে বসবাসরত এক ঝাক তরুণ যুবকের উদ্যোগে স্থানীয় যুবসমাজ মসজিদটির সংস্কার ও আধুনিকায়নে এগিয়ে আসেন। সোনালী জুট মিলস কর্তৃপক্ষ এবং পরিচালনা কমিটির সমন্বয়ে তরুণদের নিয়ে মোঃ রুহুল আমিনকে সভাপতি এবং শেখ সালাউদ্দিন দুলালকে সাধারণ সম্পাদক করে গঠিত হয় মসজিদ সংস্কার কমিটি। এক সময়ে যারা কলোনীতে বসবাস করত জীবন ও জীবিকার প্রয়োজনে এখন দেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাহিরে ছড়িয়ে রয়েছে তারা র্দীঘদিনের পুরাতন ঐহিত্যবাহী এই মসজিদটি সংষ্কারের দায়িত্ব গ্রহণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

কতিপয় যুব সমাজের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় সংস্কার কাজ শেষে গতকাল ৩ অক্টোবর জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে নতুন আঙ্গিকে আধুনিক মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিশেষ দোয়া ও তাবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন ফুলবাড়ীগেট ইমদাদুল উলুম রশিদিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি গোলামুর রহমান। এ সময় মীরেরডাঙ্গা জামিয়া কারিমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম, সোনালী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা তামিম হুসাইন,সোনালী জুট মিলের সাবেক নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শেখ ইউনুস আলী, মসজিদ কমিটির সভাপতি আজিজুর রহমান, মসজিদ সংস্কার কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন দুলাল, মসজিদ কমিটির নেতা ওবায়দুর রহমান, সংস্কার কমিটির কোষাধ্যক্ষ মোঃ ইমরান হোসেন, সোনালী জুট মিলের প্রবীণ ব্যক্তিত্ব ফুল মিয়া, সাবেক ইমাম মাওলানা হাশেমসহ সোনালী জুট মিল কলোনিতে একসময়ে যাদের পথচারনায় মুখরিত ছিল সে সকল নবীন ও প্রবীণ ব্যক্তিত্ব এ সময় উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের মাসিক মিটিং অনুষ্ঠিত

ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

পিআর পদ্ধতির নির্বাচনে জনগণের মতামত প্রতিফলিত হবে- মুফতী আমানুল্লাহ

খুলনা ৩ আসনের হাতপাখা সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত

অপশক্তির অশুভ তৎপরতা দুর্গাপূজার উৎসবকে যাতে কোনোভাবেই বিঘ্ন ঘটাতে না পারে -মঞ্জু

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে বিএনপি:তুহিন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।