সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আমরা এখনও জানিনা করোনা কোন পর্যায়ে যাবে: ডা.এনামুর | চ্যানেল খুলনা

আমরা এখনও জানিনা করোনা কোন পর্যায়ে যাবে: ডা.এনামুর

চ্যানেল খুলনা ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেছেন, ‘এখন দেশে মহামারি করোনা সংক্রমণ চলছে। আমরা এখনও জানিনা এটা কোন পর্যায়ে যাবে।’

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)-এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. এনামুর আরও বলেন, ‘আমি ঘোষণা দিতে চাই যে, স্বাস্থ্য ও রোগ সংক্রান্ত বিষয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। অনেকেই গুজব ছড়াচ্ছে এগুলো নাকি বন্ধ থাকে। আমাদের অ্যাসোসিয়েশনে ৬৯টি হাসপাতাল আছে। আমি ঘোষণা করছি, এই হাসপাতালগুলো দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং রোগীদের সেবে দেবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জাতিকে আমরা আশ্বস্ত করতে চাই, সরকারের পাশাপাশি করোনাভাইরাস সংক্রান্ত যেকোনও দুর্যোগে, মহামারিতে বা ক্রাইসিসে আমরা এই ৬৯টি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল সরকারের পাশে থেকে জনগণকে সেবা দেয়ার জন্য বদ্ধপরিকর।’

লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, ‘এটুকু বলা যায়, মৃত্যুর সংখ্যা কমেছে এবং আক্রান্তের সংখ্যা বেড়েছে। আমাদের টেস্টের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। আগে একটা ল্যাবরেটরিতে করোনা টেস্ট হতো, এখন ১৫-১৬টা ল্যাবরেটরিতে টেস্ট হচ্ছে। টেস্টের সংখ্যা বেড়েছে বলেই আমরা বুঝতে পারছি আমাদের আক্রান্তের হারটা কেমন।’

করোনা মোকাবিলায় চীনের বিশেষজ্ঞদের থেকে নেয়া পরামর্শ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তারা আমাদের বলেছে, এখন আমাদের ঘরে থাকতে হবে। ঘরে থাকুন ভালো থাকুন। এবং আমাদেরকে বেশি বেশি করে পরীক্ষা করতে হবে। এটিই তাদের মূল ম্যাসেজ ছিল। অর্থাৎ ঘরে থাকলে বেশি সংক্রামিত হবে না। নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন।’

এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি একজন পুরুষ এবং ঢাকাতেই মারা গেছেন ষাটোর্ধ্ব বয়সী এই ব্যক্তি। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ালো। তবে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১১২ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩০ জন হয়েছে।

নতুন ১১২ জন আক্রান্তের বয়সভিত্তিক তথ্য তুলে ধরে আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘‘নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৭০ জন ও মহিলা ৪২ জন। তাদের মধ্যে বয়সের বিশ্লেষণে দেখা গেছে, ১০ বছরের নিচে ৩ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ৯ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ২৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৩ জন এবং ষাটোর্ধ্ব বয়সী রয়েছেন ১১ জন।’

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় যাদের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই ঢাকা শহরে। নতুন আক্রান্ত ১১২ জনের মধ্যে ঢাকা শহরেই ৬২ জন। এছাড়া ১৩ জন নারায়ণগঞ্জে। বাকি ৩৭ জন দেশের বিভিন্ন অঞ্চলে।’

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

রাস্তা বন্ধ রেখে যাতায়াত করা সেই জিএমপি কমিশনার বরখাস্ত

নন-এমপিও শিক্ষকদের মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান

রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত ও ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম

গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ অনুমোদন

২০ বছর সাজা ভোগ করা ৩৭ বন্দীকে মুক্তি দিল সরকার

৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির, ঢাকার আসনে লড়বেন নাহিদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।