খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে অবস্থিত আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারটি কুয়েট আইআইসিটি কর্তৃক পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে কুয়েট রেজিস্টার অফিস সূত্রে জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রকাশ করেন। ওই বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন বিশ্ববিদ্যালয়ের ৯৪ তম সিন্ডিকেট সভায় এ সংক্রান্ত সিদ্ধান্তটি গৃহীত হয়।
রবিবার (১৭ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং কুয়েটের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হাইটেক পার্ক ব্যবস্থাপনা পরিচালক একে,এম, আমিরুল ইসলাম এনডিসি এবং কুয়েট আইআইসিটি’র পরিচালক প্রফেসর ড. আশরাফুল গনি ভূঁইয়া।
এছাড়া উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সকল ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, সকল পরিচালক, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার ও আইসিটি সেলের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর প্রধান।