বাগেরহাটের চিতলমারীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউণ্ডেশনের উদ্যোগে চিতলমারী উপজেলার ১৪২ টি ও মোল্লাহাট উপজেলার ১০ টি মন্দিরসহ মোট ১৫২ টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী দেব নারায়ন মল্লিক রাজের পৃষ্ঠপোষকতায় অন্যান্য বছরের ন্যায় এ বছরও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন মন্দিরে এ অনুদানের অর্থ তুলে দেন ফাউণ্ডেশনের সদস্যরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) মহা সপ্তমীর দিন সকাল ১০ টায় বড়বাগ সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ অনুদান প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন সমাজ সেবা অধিদপ্তের বাগেরহাট উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম ।
উদ্বোধন অনুষ্ঠানে ফাউণ্ডেশনের সভাপতি অধ্যাপক অজিত কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সমাজ সেবা অফিসার সোহেল পারভেজ ও চিতলমারী উপজেলা সমাজ সেবা অফিসার রঞ্জন হালদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তুষার কান্তি বৈরাগী, সহ-সভাপতি অতিন্দ্র নাথ বিশ্বাস, ঠাকুর দাস মজুমদার, দপ্তর সম্পাদক ধনীন্দ্রনাথ সমাদ্দার, কোষাধ্যক্ষ সুরেশ চন্দ্র মজুমদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর ফাউণ্ডেশনের সদস্যরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে চিতলমারীর সকল পুজা মন্দির মোল্লাহাটের কয়েকটি মন্দিরে গিয়ে পূজা কমিটির হাতে এ অনুদানের অর্থ তুলে দেন।