সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় চিলেকোঠা থেকে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনায় চিলেকোঠা থেকে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা মহানগরীর ট্যাংক রোডের এক বাড়ির চিলেকোঠা থেকে মো. আল-আমিন সবুজ (৩৭) নামের এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বোন অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে ট্যাংক রোডের এই বাড়ি নিয়ে চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে ঝামেলা চলছিল। এই বাড়ি নিয়ে খুলনা সদর থানায় মামলাও করা আছে। এটা আমাদের বাবার বাড়ি। কিন্তু তারা আমাদের এ বাড়িতে আসতে দেয় না। সবুজ প্রায়ই আসতো এই বাড়িতে। বেশিরভাগ সময় চাচা ও চাচাতো ভাইরা তাকে মারধর করত। বুধবার সবুজ বাড়ি থেকে বের হয়েছে। তারপর তাকে আর খুঁজে পাচ্ছিলাম না। তারপর খুঁজতে খুঁজতে এই বাড়িতে আসি। এসে দেখি তার অর্ধগলিত ঝুলন্ত লাশ। আমার চাচা ও চাচাতো ভাইরা তাকে হত্যা করেছে।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে জানতে পারি ট্যাংক রোডে একটি ঝুলন্ত লাশ পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে আমরা সেখানে উপস্থিত হই। এই মুহূর্তে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, সবুজ মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি ফার্ণিচারের দোকানে কাজ করতেন। গত ২৪ সেপ্টেম্বর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে না পেয়ে গতকাল ২৬ সেপ্টেম্বর খুলনার রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করে। ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। রিপোর্ট হাতে আসলে বোঝা যাবে এটি আত্মহত্যা বা অন্যকিছু।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতায় অধিগ্রহণের দাবিতে উন্নয়ন কমিটির মানববন্ধন

খুলনায় পৃথক ঘটনায় ৪ লাশ উদ্ধার

বটিয়াঘাটায় পুকুরে পড়ে গৃহবধূর মৃত্যু

খুলনায় ছিনতাইকারীর হাতে অপর ছিনতাইকারী গুলিবিদ্ধ

এক বছরে দেশের স্বাস্থ্য সেবা ১০ ভাগ নীচে নেমে গেছে: পুষ্টি পরিষদের ডিজি

খুলনায় শিশুপুত্রের সামনেই সংবাদকর্মীকে পিটুনি সৈনিক লীগ নেতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।