প্রদীপ মণ্ডল: বাগেরহাটের চিতলমারী উপজেলায় এ বছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ১৫২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা পালিত হবে। এর মধ্যে চরবানিয়ারী ইউনিয়নের চন্ডী ভিটা সার্বজনীন দুর্গা মন্দিরে ১৭১টি মুর্তি ও পঞ্চপল্লী কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী শ্যামা মন্দির ও শক্তি উপসানলয়ে ১৫১ টি মুর্তিসহ মোট ৩২২টি প্রতিমা দিয়ে দেশের অন্যতম বৃহত্তম দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজায় দেশ-বিদেশের কয়েক লাখ দর্শানার্থীর আগমন হবে বলে আয়োজকরা জানিয়েছেন। আসন্ন এ শারদীয় উৎসবকে ঘিরে প্রশাসন অপ্রীতিকর ঘটনা রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকতার দপ্তর সূত্র জানা গেছে, এ উপজেলার ৭টি ইউনিয়নে এ বছর মোট ১৫২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১০টি মন্দিরে নীল বাসন্তী পূজা হয়। বাকী ১৪২টি মন্দিরে মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২১টি, গুরুত্বপূর্ণ ২৬ টি ও সাধারন মন্দির ৯৫টি। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা বলয় রয়েছে।
চরবানিয়ারী ইউনিয়নের চন্ডী ভিটা সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি দেবাশিষ বিশ্বাস ও সাধারন সম্পাদক সঞ্জয় সিংহ বলেন, ‘এ বছর ১৭১ প্রতিমা-বিগ্রহ দিয়ে আমাদের মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। গত বছরের ন্যায় এ বছরও এখানে দেশ-বিদেশের কয়েক লাখ দর্শানার্থীর সমাগম ঘটবে।
পঞ্চপল্লী কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী শ্যামা মন্দির ও শক্তি উপসানলয়ের সভাপতি গৌতম মন্ডল ও সাধারন সম্পাদক হিমাংশু হালদার বলেন, ‘এ বছর আমরা প্রথমবারের মত ১৫১টি মুর্তি দিয়ে আমাদের মন্ডপে দুর্গাপ‚জার আয়োজন করেছি। আমরা আশা করছি আমাদের এখানে কয়েক লাখ দর্শনার্থীর আগমন ঘটবে।’
দুটি মন্ডপের ভাস্কর (প্রতিমার কারিগর) কিশোর বিশ্বাস ও সৌরভ সরকার জানান, তারা গত তিন মাস ধরে নিরলস ভাবে মুর্তি তৈরি করে যাচ্ছেন। রাত পোহালেই ষষ্ঠী। তাই তাদের প্রতিমা গড়ার কাজ শেষ পর্যায়ে।
হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যান ফ্রন্টের চিতলমারী উপজেলা শাখার সদস্য সচিব অনুপম সাহা বলেন, ‘এবারের দুর্গাপূজাকে ঘিরে চারিদিকে সাজসাজ রব। নতুন পোশাক কিনতে ব্যস্ত নারী-পুরুষেরা। বিগত বছর গুলোর তুলনায় এ বছর এ উপজেলায় দেশের বৃহত্তম আয়োজনসহ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে শারদীয় উৎসব পালিত হতে যাচ্ছে। প্রশাসনের পাশাপাশি মন্ডপ গুলোতে আমাদের স্বেচ্ছাসেবক রয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ‘উপজেলার ৭টি ইউনিয়নে এ বছর মোট ১৫২টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে আমাদের কয়েক স্তরের নিরাপত্তা বলয় রয়েছে।’