সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
কুমিল্লায় চোর সন্দেহে যুবককে আটকে কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেপ্তার ৩ | চ্যানেল খুলনা

কুমিল্লায় চোর সন্দেহে যুবককে আটকে কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেপ্তার ৩

কুমিল্লার বুড়িচংয়ে একটি কারখানায় চুরির সন্দেহে এক যুবককে আটক করে দুটি বিদেশি প্রশিক্ষিত কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩০ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হলে নির্মম এ ঘটনা নিয়ে সমালোচনার ঝড় উঠে। রাতেই জড়িতদের গ্রেপ্তার করে র‍্যাব। শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব ১১, সিপিসি ২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি এলাকার মো. জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম, মুন্সিগঞ্জ সদরের সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. আল আমিন লিপু ও বরিশাল জেলার উজিরপুর উপজেলার মালিকান্দ্রা এলাকার মো. ফারুক হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার।

নির্যাতনের শিকার জয় চন্দ্র সরকার (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণ নমের ছেলে। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার সাহেব বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে ভাঙারি ব্যবসা করতো।

র‍্যাব কমান্ডার সাদমান ইবনে আলম বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে গত ১২ সেপ্টেম্বর বুড়িচং উপজেলার দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলের তামার তার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্টিল মিলে দুটি জার্মান শেফার্ড কুকুর আনে। চুরির ঘটনা ধরতে মিলের নিরাপত্তা প্রহরীরা ওত পেতে থাকে। গত ১৯ সেপ্টেম্বর দুপুরে জয় চন্দ্র সরকার স্টিল মিলে প্রবেশ করলে গ্রেপ্তার তিন আসামি ধাওয়া দিয়ে জয়চন্দ্রকে আটক করে বেদম মারধর করে। এ সময় তার উপর দুটি কুকুর লেলিয়ে দেওয়া হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একাধিকবার কুকুর দুটি জয়কে আক্রমণ করছে। বাঁচার জন্য সে চিৎকার করছে।

র‍্যাব জানায় এ ঘটনায় জড়িতে আসামিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জয় চন্দ্র সরকার। আসামিদের বুড়িচং থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কুমিল্লায় চোর সন্দেহে যুবককে আটকে কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেপ্তার ৩

রাবিতে পোষ্য কোটা: শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি

নুরাল পাগলার দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ আরও একজন গ্রেপ্তার

কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা ভাঙচুর আগুন

গাজীপুরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের অভিযোগ

বিএসএফের গুলিতে নিহত সেই ফেলানীর ভাই চাকরি পেলেন বিজিবিতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।