বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের ২০২৫-২৬ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টম্বর) সকাল ১০ টায় একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাশে নবীন শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভা শেষে নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধ্যার স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক শেখ। এ সময় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মঈনুদ্দিন শেখ, চন্দ্র শেখর মিস্ত্রী, আক্কাজ আলী, হুমায়ুন কবির প্রিন্স, মোঃ খায়রুল ইসলাম, প্রভাষক বিজয়া রায় চৌধুরি প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনির জেনারেল ও বিএমটি শাখার দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।