নেত্রকোনার খালিয়াজুরীর ধনু নদে স্পিডবোটডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেস্বর) ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে তিনজনের ভাসমান মরদেহ পাওয়া গেছে। এর আগে গতকাল শনিবার আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল।
গত শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় ধনু নদে স্পিডবোটডুবির এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন শিশুসহ চারজন নিখোঁজ ছিল।
উদ্ধার ব্যক্তিরা হলো খালিয়াজুরীর আন্ধাইর গ্রামের মোফায়েল মিয়ার মেয়ে ঊষামণি (৫), একই গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা. লাইলা আক্তার (৭), নবাব মিয়ার মেয়ে মোছা. শিরিন আক্তার (১৮) ও সামছু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১১)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে গতকাল দুপুরে ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে ঊষামণির (৫) ভাসমান লাশ উদ্ধার করা হয়। আজ সকালে ঘটনাস্থলের এক কিলোমিটার দূরে লায়লা আক্তার (৭) ও শিরিন আক্তারের (১৮) লাশ ভেসে ওঠে। পরে দুপুরে সামিয়া আক্তারের (১১) লাশও একই স্থানে ভেসে ওঠে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ধনু নদে নিখোঁজ হওয়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।