সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মাদারীপুরে ইতালিপ্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম | চ্যানেল খুলনা

মাদারীপুরে ইতালিপ্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম

মাদারীপুরে নির্মাণাধীন একটি ভবনে ঢুকে দুর্বৃত্তরা চারজনকে কুপিয়ে জখম করেছে। শনিবার রাতে মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পুরান রাজার এলাকার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার (৪০), ঘটকচর এলাকার ইসকেনদার হাওলাদারের ছেলে সাহাবুদ্দিন হাওলাদার (৪৫), তাঁর স্ত্রী রুমা বেগম (৩৮) এবং নতুন শহর এলাকার ফেরদাউস লস্করের স্ত্রী রাহিমা বেগম (৪০)। আহত জুয়েল হাওলাদার একজন ইতালিপ্রবাসী।
পুলিশ, স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, ইতালিপ্রবাসী জুয়েল হাওলাদার বাগেরপাড় এলাকায় একটি জমি কিনে বাড়ি নির্মাণ করছেন। শনিবার রাতে তিনি নির্মাণাধীন ওই বাড়ির ভেতরে রাজমিস্ত্রিদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ তাঁর ওপর হামলা চালায়। জুয়েলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রবাসীসহ মোট চারজনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত জুয়েল হাওলাদার বলেন, ‘আমি মিস্ত্রিদের সঙ্গে কথা বলছিলাম, তখন হঠাৎ এই হামলা চালানো হয়। আমি এই ঘটনার বিচার চাই।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

‘তোর সময় শেষ, যা খাওয়ার খেয়ে নে’—হুমকির ৩ দিন পরেই বাবলাকে হত্যা

গলায় জুতার মালা ঝুলিয়ে গাছে বেঁধে রাখল মুক্তিযোদ্ধাকে

মায়ের সামনেই ঘুমন্ত শিশুর বুকে ছুরি চালাল বাবা

কুড়িগ্রাম-৪ আসনে বড় ভাই বিএনপির প্রার্থী, ছোট ভাই জামায়াতের

সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু ঢাকায় খাবার হোটেলে কাজ করছিল

চট্টগ্রামে দুর্ঘটনার শিকার পুলিশ বাস, নারী সদস্যসহ আহত ২০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।