
খুলনার ফুলতলা থানাধীন দামোদর (কারিকর পাড়া) বাইতুর রহমত জামে মসজিদের বারান্দায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এগুলো জব্দ করে পুলিশ।
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, খুলনা জেলার ফুলতলা থানাধীন দামোদর (কারিকর পাড়া) বাইতুর রহমত জামে মসজিদের বারান্দায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র আছে মর্মে সংবাদ পেয়ে ফুলতলা থানা পুলিশ স্থানীয় সাক্ষীদের সহায়তায় এগুলো জব্দ করে।
মসজিদের ভিতরে অস্ত্র রাখার পিছনে কে বা কারা জড়িত আছে বা কি উদ্দেশ্যে সেখানে অস্ত্র রাখা হয়েছে সে বিষয়ে তদন্ত অব্যাহত আছে। এই ঘটনায় ফুলতলা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।



 
																