খুলনার রূপসা উপজেলার ১ নম্বর আইচগাতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক লীগ সভাপতি আশরাফুজ্জামান বাবুলকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৩ আগস্ট) দুপুরে মহানগরীর দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জানান, একটি বিশেষ মামলার ভিত্তিতে আশরাফুজ্জামান বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আশরাফুজ্জামান বাবুল, দেয়াড়া গ্রামের মৃত ইমলাক ঢালীর ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আশরাফুজ্জামান বাবুল খালিশপুর থানার মামলা নং-০২, তারিখ-১৪/০৮/২০২৪ খ্রিঃ, ধারাঃ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩৮০/৪৩৬ /৪২৭/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর সন্দিগ্ধ আসামী। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, আশরাফুজ্জামান বাবুল দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং রূপসা অঞ্চলে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। বর্তমানে তিনি খুলনা মেট্রোপলিটন ডিবির হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।