সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
চুরি মামলায় শিশুদের হাতে হাতকড়া | চ্যানেল খুলনা

চুরি মামলায় শিশুদের হাতে হাতকড়া

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে ১২ ও ১৬ বছরের দুই শিশুকে মারধরের পর চুরি মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ দুই শিশুকে ১৮ বছর দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারের সময় শিশুদের হাতে হাতকড়া পরিয়ে থানায় আনা হয়।

জন্মনিবন্ধন সনদ অনুযায়ী দুই শিশুর একজনের বয়স ১২ বছর ১ মাস ১ দিন এবং অন্যজনের বয়স ১৬ বছর ১১ মাস ২২ দিন। বাড়ি সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভার গ্রামে।

জন্মনিবন্ধন সনদ অনুযায়ী একজনের জন্মতারিখ ২৬ মে ২০১৩ এবং অন্যজনের ৫ আগস্ট ২০০৮।

এর মধ্যে ২৬ মে ২০১৩ সালে জন্ম নেওয়া শিশুটি বালিয়াটি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও অন্যজন আব্দুর রহমান উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

একই গ্রামের শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার সাটুরিয়া থানায় এই দুই শিশুর বিরুদ্ধে চুরির অভিযোগ করেন। এজাহারে শফিকুল ইসলাম দাবি করেছেন, গত বুধবার রাতে তাঁর বাড়ি থেকে একটি ল্যাপটপ, পাঁচটি স্মার্টফোন, নগদ ১ লাখ ৮৫ হাজার টাকাসহ আরও বেশ কিছু মালামল চুরি হয়ে যায়।

পরদিন সকালে টের পেয়ে এ বিষয়ে আশপাশের লোকজনকে জানান তিনি। এ সময় বেশ কয়েকজন দাবি করেন, ঘটনার রাতে ওই দুই শিশুকে তাঁর বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দুজনকে বাজার থেকে তিনি আটক করেন। জিজ্ঞাসাবাদে স্থানীয় লোকজনের সামনে দুজনই চুরির বিষয়টি স্বীকার করে বলে শফিকুল ইসলাম দাবি করেন। কিন্তু চুরির মাল ফেরত না দেওয়ায় থানায় মামলা করেন।

থানার প্রাথমিক তথ্য বিবরণী থেকে জানা গেছে, দুই শিশুর বিরুদ্ধে সিঁধেল চুরির অভিযোগে মামলা নেওয়া হয়েছে। দুজনের বয়স ১৮ দেখানো হয়েছে এই বিবরণীতে।

এর মধ্যে একজনের বাবা অভিযোগ করেন, চাঁদা না দেওয়ার কারণে শফিকুল ইসলামসহ কয়েকজন মিলে তাঁর ছেলেকে মারধর করে থানায় মিথ্যা মামলা করেছেন। এ ব্যাপারে তিনি সাটুরিয়া থানায় গত শনিবার একটি লিখিত অভিযোগ করেছেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে আটক দুজনকে ১৮ বছর দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত বিষয়টি বিবেচনা করে তাদের টঙ্গি শিশু কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

‎ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর বিল থেকে উদ্ধার

ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি, ধরে পিটুনির পর দেখা গেল সেটি খেলনা

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হেরে গেল স্কুলছাত্রী ফারিহা

চুরি মামলায় শিশুদের হাতে হাতকড়া

২৩ মামলার আসামি খুন, দাউদকান্দির গৌরীপুরে মিষ্টি বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।