সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আমাকের কালা জাদু করা হয়েছিল - মিষ্টি জান্নাত | চ্যানেল খুলনা

আমাকের কালা জাদু করা হয়েছিল – মিষ্টি জান্নাত

অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায়। তানিনের অকাল মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে তার একটি পোস্ট। যা তিনি ১৯ মে করেছিলেন। যেখানে তাবিজ-কুফরির প্রতি একসময়ের অবিশ্বাস থেকে পরে বিশ্বাস জন্মানোর কথা উল্লেখ করেন নায়িকা। কেননা তিনি এর শিকার বলে মনে করতেন।

১৯ মে একটি ফেসবুক পোস্টে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানানোর পাশাপাশি তার তাবিজ-কবজের প্রতি বিশ্বাস জন্মানোর প্রসঙ্গও আনেন তানিন সুবাহ। সেটি নিয়েই এখন নেটিজেনদের মধ্যে আলোচনা। ফেসবুক পোস্টে তানিন সুবাহ লেখেন, ‘কোনো দিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না। এখন করি।

তিনি লেখেন সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কী লাভ? ঘরের আনাচে-কানাচে কত কী যে পেলাম। কেন এমন করছেন! আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ। এসব এর ফল পাবেন চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না।

এই পোস্টের কিছুদিন পরেই তানিন সুবহা অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। ফলে তার এই পোস্ট নিয়ে বেশ চর্চা হচ্ছে। ঠিক এমনই সময় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত একই অভিযোগ তুলেছেন।

এক ফেসবুক পোস্টে মিষ্টি জান্নাত লেখেন, ‘আমাকে ২০১৭ সালে কালা জাদু করা হয়েছিল। আমি জানি এটার ভয়াবহতা। আমি কলকাতার একটা হাসপাতালে আইসিইউতে ছিলাম ২২ দিন। আমার সমস্ত শরীরে পানি জমে ছিল। তখন আমার মিডিয়াতে টপ হাইপ ছিল। একের পর এক সিনেমা ছিল। তার পর থেকে আমি সব কাজ কমিয়ে দিয়েছি।’

অভিনেত্রী বলেন, ‘আমাকে হুজুরের কাছে দেখানো হয়েছে অনেকবার। যখন আমি ভালো কিছু করতে যাই একটা গ্রুপ আমার পেছনে পড়ে থাকে। তারা বারবার চায় আমি যেন মরে যাই। এখন চাচ্ছে বিভিন্ন মানুষ দিয়ে বাজে কমেন্ট, নিউজ করিয়ে আমাকে মানসিকভাবে আঘাত করে সুইসাইড করাতে। কিন্তু আমি সুইসাইড করার মেয়ে না। আমার যদি কিছু হয় তাহলে ওরা দায়ী থাকবে। আবারও আমার পিছে লেগেছে ওরা।’

যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামগুলো ডায়েরিতে লিখে রেখেছেন জানিয়ে মিষ্টি জান্নাত লেখেন, ‘নামগুলো আমার ডায়েরিতে আছে।’

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

রেড সি ফেস্টিভ্যালে ইদ্রিস এলবা, অ্যান্থনিদের সঙ্গে আলো কাড়লেন কার্তিকও

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লিব লিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি

অশালীন ইঙ্গিত দিয়ে বিতর্কে শাহরুখপুত্র আরিয়ান

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।