খুলনার দাকোপে ধর্ষণের দায়ে ১জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ মে) দাকোপ উপজেলার তিলডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করে দাকোপ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ শীল (৩১)।
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেম জানা যায়, খুলনা জেলা পুলিশের আওতাধীন দাকোপ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার (৩ মে) উপজেলার তিলডাঙ্গা এলাকা হতে প্রসেনজিৎ শীল নামে ধর্ষণের অভিযুক্ত আসামি প্রসেনজিৎ শীলকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে জানা যায় গ্রেপ্তারকৃত প্রসেনজিৎ বিভিন্ন সময় ভিকটিমকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। ভিকটিম তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩০ এপ্রিল দিনগত রাতে ধর্ষণ করে।
এ ঘটনায় দাকোপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে।