সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন, আটক ৩ | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন, আটক ৩

সাতক্ষীরার কলারোয়ায় সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে ছোট দুই ভাইয়ের চুরিকাঘাত ও মারপিটে মেঝো ভাই নিহত ও বড় ভাই গুরুতর আহত হয়েছে। আজ শনিবার (৫ এপ্রিল) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের সীমান্তবর্তী বোয়লিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ ছোট দুই ভাই ও তাদের এক ভাইয়ের স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে।

নিহতের নাম মোশারফ হোসেন সরদার (৪৮)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের সীমান্তবর্তী বোয়লিয়া গ্রামের মৃত ফজর আলী সরদারের ছেলে। গুরুতর আহত বড় ভাইয়ের নাম মোঃ আবুল হোসেন (৫৫)। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলী সরদারের ছেলে নিহতের আপন দুই ভাই মো. আশরাফ হোসেন (৩৫) ও মো. সোহরাব হোসেন (৩২) এবং সোহরাব হোসেনের স্ত্রী মোছাঃ সায়মা খাতুন(২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের সীমান্তবর্তী বোয়ালিয়া গ্রামে বাড়ির একটি সরকারি খালে মাছ ধরতে যায় মোশারফ হোসেন। এসময় তার ছোট দুই ভাই আশরাফ হোসেন ও সোহরাব হোসেন বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা তিন ভাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আশরাফ তার মেঝ ভাই মোশারফ হোসেনকে মারপিটের একপর্যায় ছুরিকাঘাত করে। বিষয়টি তাদের বড় ভাই আবুল হোসেন জানতে পেরে মোশারফকে উদ্ধারে এগিয়ে এলে পিছন দিক থেকে তার পিঠে কুড়ালের কোপ মারে ছোট ভাই সোহরাব। এঘটনায় গুরুতর আহত দুই ভাইকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে নেওয়ার পথে মোশারফ হোসেন মারা যায়। গুরুতর আহত অবস্থায় আবুল হোসেনকে সামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে খবর পেয় কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ছোট ভাই আশরাফ হোসনে ও সোহরাব হোসেন এবং সোহরাবের স্ত্রী সায়মা খাতুনকে গ্রেফতার করে। পুলিশ নিহতের মরদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বোয়ালীয়া গ্রামে খালে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে চার ভাইয়ের সংঘর্ষে ছুরিকাঘাতে এক ভাই নিহত ও অপর এক ভাই গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ছোট দুই ভাইসহ তাদের একজনের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উদযাপন

সুন্দরবনের চর দখল করে গড়ে ওঠা অবৈধ রিসোর্ট উচ্ছেদ

তালায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের সংবাদ সম্মেলন

নেশাজনিত কারণে খুন যুবদল নেতা শামীম:আটক ২

তালায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।