সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
চার বছর নাটকে অভিনয় না করার কারণ জানালেন মিথিলা | চ্যানেল খুলনা

চার বছর নাটকে অভিনয় না করার কারণ জানালেন মিথিলা

দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নাটক দিয়েই অভিনয়ের শুরু করেন তিনি। এরপর ওয়েব সিরিজ এবং সিনেমাতেও নাম লিখিয়েছেন। বাংলাদেশের পাশাপাশি কলকাতার ওয়েব সিরিজ এবং সিনেমায় দেখা মিলে তার। নাটক দিয়ে দর্শকের মনে স্থান করে নিলেও কয়েকবছর ধরেই ছোটপর্দায় দেখা নেই এই অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা জানালেন নাটক থেকে দূরে থাকার কারণ।

মিথিলা জানান, গল্প ও চরিত্র পছন্দ না হওয়ার কারণেই নাটকে পাওয়া যাচ্ছে না তাকে। অভিনেত্রী বলেন, প্রায় চার বছর টেলিভিশনের কোনো কাজ করছি না। তাই বলে এমন নয় যে নাটকে আর অভিনয় করব না। সত্যি বলতে, কয়েক বছর ধরে যে ধরনের চিত্রনাট্য পাচ্ছি, তা আমাকে টানছে না। চরিত্র পছন্দ হচ্ছে না, গল্প খুব গতানুগতিক মনে হচ্ছে। গল্প শুনে মনে হয়, এমন গল্পে আগেও অভিনয় করেছি। এ কারণেই মূলত নাটকে কাজ করা হচ্ছে না।

মিথিলা নতুন চরিত্রে নতুন চ্যালেঞ্জ নেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, টেলিভিশন নাটকে অভিনয় করার সময় একই ধরনের চরিত্র করেছি অনেকবার। পাশের বাসার মেয়ে টাইপ চরিত্র, প্রেমের গল্পের নায়িকা। কিন্তু ওটিটি ও সিনেমায় আসার পর সব সময় চেষ্টা করেছি ভিন্ন কিছু করার। এই সিদ্ধান্তটা আসলে নিজের জন্যই নেওয়া।

‘কাজলরেখা’ সিনেমা ও ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজ দুইটিতে দেখা মিলেছিল মিথিলার। ভিন্নধারার চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন তিনি। সেই দুইটি কাজের উদাহরণ টেনে এই অভিনেত্রী বললেন, একজন অভিনয়শিল্পী হিসেবে নিজেকে বিভিন্ন চরিত্রে দেখতে চাই। সেই চাওয়া থেকেই কাজলরেখা সিনেমায় কঙ্কন দাসীর চরিত্রে অভিনয় করেছি। প্রথমে আমিও হয়তো ভাবিনি, চরিত্রটি করতে পারব। তবে আমি শিল্পীর জায়গা থেকে চিন্তা করেছি, এটা করা উচিত। মাই শেলফ অ্যালেন স্বপনের শায়লা চরিত্রটি দেখার পর অনেকে বলেছে, তারা নাকি ভাবেননি এমন একটা চরিত্রে আমি এভাবে অভিনয় করতে পারবো।

বেশ কয়েকমাস নতুন কাজে দেখা যায়নি মিথিলাকে। ফের কবে শুটিং সেটে ব্যস্ত হবেন এই অভিনেত্রী সে প্রসঙ্গে বলেন, দেশে বড় একটা পরিবর্তন এসেছে। সব মিলিয়ে গত দুই-তিন মাস কাজ নিয়ে কেউ হয়তো সেভাবে ভাবেননি। এখন আবার সিনেমা-সিরিজ নিয়ে ভাবনা শুরু হয়েছে। আমারও কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হয়েছে।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

এমা অ্যাওয়ার্ডে প্রথমবার পুরস্কার জিতল বাংলাদেশের ‘নিশি’

বাগদান সারলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

গোঁফওয়ালা শাকিব, ভক্তরা বলছেন অবিকল রণবীর কাপুর

৬০ কোটি রুপির প্রতারণা মামলায় শিল্পাকে জিজ্ঞাসাবাদ

পরীমণি বললেন, শেখ সাদী ছোট ভাইয়ের মতো

ইলন মাস্কের বয়কটের ডাকে নেটফ্লিক্সের ক্ষতি ২৫ বিলিয়ন ডলার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।