সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় বরফ কলের আ্যমোনিয়া গ্যাস পাইপ বিস্ফোরিত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় বরফ কলের আ্যমোনিয়া গ্যাস পাইপ বিস্ফোরিত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

ডুমুরিয়া উপজেলার শাহপুর মৎস্য আড়তের একটি বরফকলে গ্যাস পাইপ বিস্ফোরিত হয়ে পরিবেশ বিপর্যয় ঘটেছে।
বিষাক্ত গ্যাস আ্যমোনিয়া নির্গমণের ফলে এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়ে। শাহপুর বাজার ও স্কুলসহ সকল প্রতিষ্ঠান অচল হয়ে পড়ে। তাছাড়া
গ্যাসের প্রভাবে আশপাশের গাছপালা শুকিয়ে গেছে।
এলাকাবাসি ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায় মঙ্গলবার(১৫মার্চ) সকাল আনুমানিক ১০টায় শাহপুর মৎস্য আড়তের মেসার্স স্টার ফিস ট্রেডার্সের বরফকলের গ্যাস সিলিন্ডারের পাইপ বিস্ফোরিত হয়। শাহপুর বাজার ও আশেপাশের বিষাক্ত গ্যাসের তীব্রতায় অসংখ্যা মানুষ বমি করাসহ অসুস্থ হয়ে পড়েন। ছাত্রছাত্রিরা হুড়হুড় করে স্কুল থেকে বের হতে বেরিয়ে যায়।
শাহপুর বাজারের চন্দন ষ্টোরের মালিক বিশ্বজীৎ সাহা (৪৬), ফাতেমা বস্ত্রালয়ের মালিক আঃ রব আকুঞ্জী (৪৩), মনোজ সাহা (৪৭)সহ ব্যবসায়ীরা জানান; ঐ সময় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দিকব্দিক ছুটতে থাকে। শাহপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের কর্মচারী রুবেল (২৭), ৩য় শ্রেণির ছাত্র আলামিন ও ১ম শ্রেণির ছাত্র রোমেল বমি করে অসুস্থ হয়েছে বলে প্রধান শিক্ষিকা শর্মিলা জানান। প্রায় ১ কিলোমিটার দূরত্বে শাহজামাল কিন্ডার গার্টেনও গ্যাসের প্রভাবে বন্ধ করে দেয়া হয়। শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতারুল ইসলাম বলেন, এ সময় গ্যাসের তীব্রতায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে এবং তারা স্কুল থেকে বের হয়ে যায়।
বরফকলের মালিক সত্য প্রসাদ বিশ্বাস বলেন; রাত ধরে মেশিন চলার পর সকালে বন্ধ করা হয়েছিল। জিআই স্টিল দ্বারা তৈরি গ্যাস সিলিন্ডারের পাইপটিতে অতিরিক্ত গ্যাস জমা হয়ে ফাটতে পারে বলে আমার ধারণা। ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, নিয়মনীতি মেনেই বরফ কলটির লাইসেন্স দেয়া হয়েছিল। দুর্ঘটনা সম্পর্কে অবহিত হয়ে ফায়ার সার্ভিসের টিম পাঠিয়েছিলাম। বিষয়টি তদন্ত করে দেখার জন্য অভিজ্ঞ লোক পাঠাচ্ছি।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুবিতে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তালায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপি বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না : এড. মনা

কেডিএ চেয়ারম্যানের খুলনা আর্মি ইউনিভার্সিটি পরিদর্শন

খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।