সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
তালায় শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন | চ্যানেল খুলনা

তালায় শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে তালায় কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। দিনটি উপলক্ষ্যে সোমবার (১৮ অক্টোবর) সকাল ৭টায় তালা উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা অফিসার্স ক্লাব,উপজেলা ক্রীড়া সংস্থা,তালা মহিলা কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন।
পরে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ এনামুল ইসলাম,পাটকেলঘাটা থানার ওসি মোঃ নাজমুল হুদা, তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ। এসময় বক্তব্য রাখেন, উপজলো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা র্কমর্কতা রাজিব সরদার,উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোস্তফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. ওবায়দুল হক, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় উপজেলা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেনের কার্য্যলয়ে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে কর্মসূচি পালন করেছে ।
তালায় কুইজ প্রতিযোগিতা : শহীদ শেখ রাসেল দিবস- ২০২১ উদযাপন উপলক্ষে তালার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে উপস্থিত বক্তৃতা ও আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা প্রশাসন আয়োজিত এবং তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় সোমবার সকালে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস চন্দ্র দাস। এ সময় সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার সরকার, মাওলানা শহীদুল ইসলাম, পলাশ কুমার মন্ডল, মানছুরা খাতুন এবং জেসমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালার তেঁতুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে তিনটি রাস্তার ইটের সোলিং কাজ উদ্বোধন

তালায় সংগ্রাম ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

তালায় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার

তালা খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দুর্ধর্ষ চুরি

তালায় দুর্ঘটনায় প্রাণ হারালেন সাংবাদিক গণেশের পিতা

বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন শিরিনা সুলতানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।