সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
কয়রায় পৈত্রিক সম্পত্তিতে জবর দখল করে চলার পথ বন্ধ করায় সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

কয়রায় পৈত্রিক সম্পত্তিতে জবর দখল করে চলার পথ বন্ধ করায় সংবাদ সম্মেলন

কয়রা উপজেলার বামিয়া গ্রামে পৈত্রিক সম্পত্তি একভাই সরকারি চাকুরির ক্ষমতার দম্ভে অন্যান্য ভাইদের চলার পথ বন্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সেনাবাহিনী (অবঃ) সার্জেন শফিকুল ইসলাাম। তিনি বুধবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করে তার বড় ভাই এবং তার পুত্র নৌবাহিনীর লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সংবাদে সম্মেলন করে এ ধরনের অভিযোগ আনেন।
তিনি বলেন, আমরা ৯ ভাই ও এক বোন এবং আমার পিতা ৫০ শতক মূল্যবান জমি কয়রা খুলনা প্রধান সড়কের পাশে। কিন্তু আমার বড় ভাই মোশাররফ ও তার পুত্র নৌবাহিনীতে চাকরিরত মামুন প্রশাসনকে ভয় দেখিয়ে উক্ত ৫০ শতক জমি সম্পূর্ণ দখল করে আমাদের অন্য ৮ ভাইয়ের যাতায়াতের পথ বন্ধ করেছে। অথচ আমার বড় ভাই উক্ত মূল্যবান জমির সম্পত্তির মধ্যে মাত্র ৬ শতক জমি পৈত্রিক হিসাবে পাইবে। তিনি বলেন আমি একজন (অবঃ) সৈনিক। কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে কোথাও সঠিক বিচার না পেয়ে গণমাধ্যমের কাছে আশ্রয় নিতে বাধ্য
হয়েছি। তিনি বলেন, মাননীয় সংসদ সদস্য বিষয়টি সরেজমিনে দেখে সুরাহা করার আশ্বাস দিলেও আমার ভাইপো ক্ষমতার দম্ভে সংসদ সদস্যের কথা না মেনে আমাদের চলার পথে দখল নিতে বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসীদের এনে গত ৫ মে শুক্রবার ঘর তৈরি করেছেন ফলে আমার ভাই বোন সহ পাড়ার প্রায় ৪০ টি পরিবারের চলার পথ বন্ধ হয়ে গেছে। এবং আমরা অন্য লোকের বাড়ীর উপর দিয়ে চলাচল করছি। এ বিষয়ে আমরা ভাইবোন কয়রা থানা অফিসার ইনচার্জের কাছে একাধিকবার অভিযোগ করলে অফিসার ইনচার্জ জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বারবার ফোন আসে তাই আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা দেখভাল করি। সংবাদ সম্মেলনে শফিকুল আরও জানায় আমার ভাইপো মামুনের চাকুরির ক্ষমতার কাছে পুলিশ সহ সকল প্রশাসন ভয় পাওয়ায় আমরা পৈত্রিক সম্পত্তিতে বসবাস হারাচ্ছি। এছাড়া ক্ষমতার দম্ভে ভাইপো মামুন একাই সব সম্পত্তি দখল করে আমাদের ৮ ভাইয়ের ঘর থেকে রাস্তায় যাওয়ার পথ বন্ধ করেছে। তাই আমি ও আমার অন্যান্য ভাইদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের উপর মহল সহ আবারও মাননীয় সংসদ সদস্যের নিকট বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় ফুল হাতে নতুন কারাগারে ১০০ সাজাপ্রাপ্ত বন্দী

খুলনায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট

ডুমুরিয়ায় নারী ও স্বাস্থ্যকর্মীদের সমাবেশ

তেরখাদায় বিকাশ কর্মকর্তাকে কুপিয়ে নগদ টাকা লুট

খুলনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, তদন্ত কমিটি

ডুমুরিয়ায় মোটর সাইকেলে ধক্কায় মৎস্য চাষির মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।