সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অপসাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি কেইউজে’র | চ্যানেল খুলনা

অপসাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি কেইউজে’র

সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে সমাজে চাঁদাবাজি, নারী নির্যাতন, জমিদখল ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারকারীসহ সব ধরণের অপসাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সোহাগ দেওয়ানের বিরুদ্ধে সম্প্রতি ধর্ষণ, ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার যে অভিযোগ উঠেছে তা অবিলম্বে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কেননা- তার এমন কর্মকাণ্ডে সাংবাদিকতা পেশার সম্মানহানি হয়েছে। তার বিরুদ্ধে মংলাসহ খুলনায়ও বেশ কয়েকটি মামলা রয়েছে, অথচ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা এ ঘটনাকে ধিক্কার জানাই।
নেতৃবৃন্দ আরও বলেন, এছাড়া একটি টিভি চ্যানেলের সাংবাদিক নাইমুর রহমান প্রকাশ্যে ইউপি নির্বাচনকে কেন্দ্র প্রধানমন্ত্রীসহ সরকারকে গালিগালাজ করেছেন। সরকারবিরোধী নানা অপপ্রচারে তার লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় তিনি গ্রেফতারও হয়েছেন। তাই অবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের নৈতিক অবক্ষয় ও সামগ্রিক বিষয়ে ইউনিয়নের নজর রাখা উচিত। কেউ যদি অপরাধে যুক্ত হন তা তাদের ব্যক্তিগত বিষয়। তবে সাংবাদিকদের পেশার সম্মানহানি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। গত ৩ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত কেইউজে’র নির্বাহী কমিটির সভায় উল্লেখিত দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়। এ বিষয়ে ইউনিয়নের সদস্যসহ পেশাদার সাংবাদিকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন কেইউজে’র সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

খুলনার দুই প্রবীণ সাংবাদিক কাজী আমানুল্লাহ ও পান্নার মৃত্যুবার্ষিকী আজ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কেইউজের প্রতিবাদ সভা ১০ আগস্ট

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।