সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন দাখিল, বিদ্রোহীরা শক্ত অবস্থানে মাঠে | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন দাখিল, বিদ্রোহীরা শক্ত অবস্থানে মাঠে

১১ এপ্রিল ইউপি নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র ১০ প্রার্থী বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৬ ইউনিয়নের দলের মনোনয়ন বঞ্চিত একাধিকরা থাকছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে মাঠে।

৩ মার্চ নির্বাচনী তফসীল ঘোষণার পর থেকে ৪ থেকে ১৭ মার্চ পর্যন্ত মনোয়নপত্র দাখিল করেছেন যারা ২নং পঞ্চকরণ ইউনিয়নের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, বলইবুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন শেখ, বলইবুনিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দলীয় মনোনীত প্রার্থী আলহাজ¦ শাহাজাহান আলী খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আল-আমিন শেখ, হোগলাপাশা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. ফরিদুল ইসলাম ফরিদ, বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম নান্না, রামচন্দ্রপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, বারইখালী ইউনিয়নে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী শাহাজাহান আলী জোমাদ্দার, নিশানবাড়িয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. রিয়াজুল কবির খান ও দৈবজ্ঞহাটী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী খান মো. আরিফুল ইসলাম সংশ্লিষ্ট দায়িত্বরত নির্বাচন পরিচালনা দপ্তরের কর্মকর্তাদের হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দলীয় মনোনীত প্রার্থী ও একাধিক স্বতন্ত্র প্রার্থীরা ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তাদের মনোনয়নপত্র জমা দিবেন বলে জানাগেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, উপজেলায় ১৬টি ইউনিয়নে এবারে ইউপি নির্বাচনে মোট ভোটার রয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৩০ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৮৭৯ ও নারী ভোটার ১ লাখ ৬ হাজার ৬৫১, মোট ভোট কেন্দ্র ১৪৮টি, মনোনয়নপত্র ক্রয় ৩ মার্চ, দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়ন বাছাই ১৯ মার্চ, প্রত্যাহার ২৪ মার্চ ও প্রতিক বরাদ্ধ ২৫ মার্চ দেওয়া হবে বলে উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল জানিয়েছেন।

এদিকে মনোনয়নপত্র দাখিল শেষে হোগলাপাশা ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি দলীয় মনোনয়ন বঞ্চিত মো. ফরিদুল ইসলাম ফরিদ বলেন, বিগত দিনে দলের সাথে যার কোন সম্পৃক্ততা নেই এমন অসংগঠনিক ব্যক্তির হাতে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। সাধারণ মানুষ এর বহিরপ্রকাশে তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হচ্ছে। এ রকম বিভিন্ন ইউনিয়নে দলীয় বিদ্রোহী প্রার্থীদের একই বক্তাব্য রয়েছে। ইউপি চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ইউপি সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সসদস্য একাধিকরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গোটা উপজেলায় এখন উপচে পড়া ভীড়। সবত্রই উৎসব মুখর নির্বাচনী ইমেজ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের হরতাল চলছে

ফকিরহাটে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

বাগেরহাটে ৪টি আসন পুনর্বহালের দাবীতে ফকিরহাটে হরতাল, নির্বাচন অফিসে তালা

মোল্লাহাটে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে: তরুণদের প্রাণের উচ্ছ্বাস

ফকিরহাটের পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই মিল্লাদুন্নবী উদযাপন

ফকিরহাটের পিলজংগে বিএনপি’র প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে মটর সাইকেল র‌্যালী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।