সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
টিকা নিয়ে এ পর্যন্ত ৭৭৩ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া | চ্যানেল খুলনা

টিকা নিয়ে এ পর্যন্ত ৭৭৩ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া

করোনার টিকা নেওয়ার পর এ পর্যন্ত ৭৭৩ জনের দেহে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন : জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হয়ে যাওয়া ইত্যাদি) দেখা গেছে। মঙ্গলবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া টিকা কর্মসূচিতে এখন পর্যন্ত ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে ৭৭৩ জনের দেহে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট এক লাখ ১৪ হাজার ৬৮০ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে ৬৮ হাজার ৫৩৯ জন পুরুষ ও ৪৬ হাজার ১৪১ জন নারী। এদিন টিকা গ্রহীতাদের মধ্যে ১৯ জন বিরূপ প্রতিক্রিয়ার রিপোর্ট করেছেন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে ১০ লাখ ২৭ হাজার ৮১ জন, ময়মনসিংহ বিভাগে এক লাখ ৪২ হাজার ২৯৮ জন, চট্টগ্রাম বিভাগে সাত লাখ ২৬ হাজার ৬৯ জন, রাজশাহী বিভাগে তিন লাখ ৬৬ হাজার ২২৯ জন, রংপুর বিভাগে তিন লাখ ৩ হাজার ৭৮০ জন, খুলনা বিভাগে চার লাখ ১৭ হাজার ৪৭৬ জন, বরিশাল বিভাগে এক লাখ ৫৬ হাজার ২৩৭ জন ও সিলেট বিভাগে দুই লাখ এক হাজার ৭৩৫ জন টিকা নিয়েছেন।

বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে রিপোর্টকারী ৭৩৩ জনের মধ্যে মধ্যে ঢাকা বিভাগে ২৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, রাজশাহী বিভাগে ৭৭ জন, রংপুর বিভাগে ৬৬ জন, খুলনা বিভাগে ৯৮ জন, বরিশাল বিভাগে ২৫ জন ও সিলেট বিভাগে ৩৫ জন রয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সারাদেশে টিকা নেওয়ার জন্য মোট ৪৩ লাখ ১১ হাজার ৭০৮ জন নিবন্ধন করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথমদিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। দ্বিতীয় দিন অর্থাৎ ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি ব্যাপক হারে সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতাল ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালসহ সারাদেশে মোট এক হাজার পাঁচটি হাসপাতালে টিকাদান কার্যক্রম চলবে। রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতালে ২০৪টি ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালে দুই হাজার ১৯৬টি টিম কাজ করবে। মোট এক হাজার পাঁচটি হাসপাতালে মোট ২ হাজার ৪০০টিম কাজ করবে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছে সরকার

ডিসেম্বরের মধ্যে পর্যাপ্ত ‘বডি ওর্ন ক্যামেরা’ কিনতে প্রধান উপদেষ্টার নির্দেশ

এনসিপিকে ‘শাপলা’ না দেওয়ার ব্যাখ্যা আইনজ্ঞের কাছে জেনে নিতে বললেন ইসি সচিব

বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্তে চার দেশের বিশেষজ্ঞ আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনা পালিয়ে যাননি, যেতে বাধ্য হয়েছিলেন: আইনজীবী

সেনানিবাসের সাবজেলেই রাখা হবে ১৫ সেনা কর্মকর্তাকে: কারা মহাপরিদর্শক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।